কক্সবাজারের বিখ্যাত সব রকমের পণ্য পর্ব ২

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন। আরও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আমার জন্মস্থান কক্সবাজার এবং আমি আমার ছোটবেলা থেকে বর্তমান সময় পর্যন্ত সবচাইতে বেশি সময় কক্সবাজার শহরেই কাটিয়েছি। বলতে গেলে কক্সবাজার শহরে আমার জীবন অতিবাহিত হয়েছে। তাই কক্সবাজার শহরের প্রতি আমার একটা আলাদা টান রয়েছে এবং এখানকার ঐতিহ্য এখানে যে বিষয়গুলো জনপ্রিয় সেগুলো সম্পর্কে একটা ধারণা রাখতে চেষ্টা করি। যেহেতু কক্সবাজারের অস্থায়ী বাসিন্দা তাই অনেক বন্ধুরা আছে যারা কক্সবাজারে ভ্রমণ করার জন্য আসতে চায় এবং তাদেরকে বিভিন্ন রকমের তথ্য দিয়ে সহযোগিতা করতে চেষ্টা করি। বিশেষ করে কক্সবাজারের পর্যটন স্থানে কোথায় কোথায় ভ্রমণ করতে যাওয়া যায় এবং ভ্রমণ করতে যাওয়ার জন্য কতটুকু খরচ করতে পারে এবং কোন জায়গায় ভালো মানের হোটেল পাওয়া যাবে সব রকমের তথ্য দিয়ে সহযোগিতা করি। কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে এর আগে আপনাদেরকে জানিয়েছি। এছাড়াও কক্সবাজারে প্রাপ্ত বিখ্যাত কিছু পণ্য সম্পর্কে একটা ব্লগ এর আগে লিখেছিলাম। কক্সবাজার বিখ্যাত পণ্যের ধারাবাহিকতা বজায় রেখে আজকে আরো একটি ব্লগ লিখতে চেষ্টা করছি। কক্সবাজারে বিখ্যাত পণ্য গুলোর মধ্যে একটি ঝিনুকের বিভিন্ন সামগ্রী।

20230609_132202.jpg

FB_IMG_1675522204847.jpg

Cox's BazarLocation Map

কক্সবাজারের বিখ্যাত যেসব পণ্য পাওয়া যায় তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বেশি উৎপাদিত যে পণ্যটি পাওয়া যায় সেটা হল শুটকি। কক্সবাজারের তিনটা জায়গায় শুটকি সবচাইতে বেশি উৎপাদিত হয় এর মধ্যে মহেশখালী এবং নাজিরারটেক অন্যতম। নাজিরহাট থেকে উৎপাদিত শুটকি সমগ্র বাংলাদেশের চারিদিকে ছড়িয়ে পড়ে। আমি শুটকির উদ্যোগ নিয়ে কাজ করি অনলাইনে প্রচুর পরিমাণে শুটকি বিক্রি করা হয়। এক সময় এই আস্থান থেকে প্রচুর পরিমাণে শুটকি কালেক্ট করতাম। বর্তমানে আমার একটা বন্ধু সে নিজেই শুটকি প্রসেস করে তার কাছ থেকে কালেক্ট করা হয়। শুটকির পরে কক্সবাজারে সবচাইতে জনপ্রিয় যে পণ্যটা পাওয়া যায় সেটা হল মহেশখালীর মিষ্টি পান। স্থানীয় পণ্যগুলোর মধ্যে শুটকি উপরেই জনপ্রিয় হচ্ছে মিষ্টি পান। মহেশখালী ছাড়াও কক্সবাজারের হিমছড়ি ইনানি সোনার পাড়া বিভিন্ন এলাকায় পান উৎপাদিত হয়। কিন্তু হিমচড়ি সোনার পাড়া এবং ইনানী এলাকায় যে পানগুলো উৎপাদিত হয় সেগুলো মিষ্টি হয় না। একমাত্র মহেশখালীতে উৎপাদিত পানগুলোই মিষ্টি হয়। তাই মহেশখালীর মিষ্টি পানের কথা বিভিন্ন গানে গানে ছড়িয়ে রয়েছে। মহেশখালী এলাকার আদিনাথ মন্দির যেমন বিখ্যাত তেমনি মহেশখালী এলাকার পান অনেক বিখ্যাত। মহেশ কালের পান যেমন মিষ্টি তেমনি এই পানগুলো অন্যান্য এলাকার পানের চেয়ে আকারেও বড় হয়।

20230610_180224.jpg

Cox's BazarLocation Map

পর্যটকদের কক্সবাজার সমুদ্র সৈকতে আসার পর আরও একটি জিনিসের প্রতি বিশেষ আকর্ষণ থাকে সেটা হচ্ছে বার্মিজ আচারের প্রতি। কক্সবাজারে টেকনাফের বর্ডার হয়ে প্রচুর পরিমাণে বারমিস আচার প্রবেশ করে। টেকনাফ সহ কক্সবাজারের প্রত্যেকটা সমুদ্র সৈকত এলাকার দোকানগুলোতে আচার বিক্রি হয়।প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক লক্ষ লক্ষ টাকার আচার কিনে নিয়ে যায় কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। কক্সবাজার এলাকার শুটকি যেমন বিখ্যাত ঠিক তেমনি কক্সবাজার এলাকায় মায়ানমারের আচারও বিখ্যাত। কক্সবাজারের মায়ানমারের আরো কিছু প্রোডাক্ট প্রবেশ করে এর মধ্যে লুঙ্গি অন্যতম একটি প্রোডাক্ট। এছাড়া তিন-চার ধরনের চকলেট প্রবেশ করে কক্সবাজারে। সব মিলিয়ে বলতে গেলে কক্সবাজারে ডিফারেন্ট কিছু জিনিস পাওয়া যায় যেগুলো বাংলাদেশের অন্যান্য জেলাতে পাওয়া সম্ভব নয়। আর কেনাকাটা করার উদ্দেশ্যে কক্সবাজারে না আসলেও কক্সবাজারের পাহাড় এবং সমুদ্রের সৌন্দর্য আপনার মনকে মুগ্ধ করবে। তাই প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করার জন্য কক্সবাজারে চলে আসে এবং
প্রতিবছর পর্যটকরা কক্সবাজারে এসে অনেক টাকার কেনাকাটা করে। আপনাদের সবাইকে কক্সবাজার ভ্রমণ করতে আসার জন্য আহ্বান জানাচ্ছি।

20230609_124737.jpg

Cox's BazarLocation Map

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরো একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment