রং তুলিতে ভালোবাসার শহর

আসসালামুয়ালাইকুম

আমি রাবেয়া

বাংলাদেশ থেকে লিখছি

আমি খুব ছোট একজন পেইন্টার , আমার খুব ইচ্ছে পেইন্টিং নিয়ে অনেক দূরে যাওয়ার
IMG_20230520_213852.jpg

যদিও আমি কখনো পেইন্টিং শিখিনি কিন্তু ছোট বেলা থেকেই আমি কাঠ পেনসিলে একটু একটু করে আকতাম
এখন আর অনেক দিন হলো কাঠপেন্সিল এ ছবি আকি না এখন আকি রং তুলি তে
আমি সবসময় তো ছবি আকি সেসব কথা
এখন আসি আমার আজকের পেইন্টিং এর বিষয়ে
আমার এই পেইন্টিং টা করার পিছনে আছে আমাদের বাংলাদেশের একটি বিভাগীয় শহর রাজশাহী
শুনেছি রাজশাহী শহরটা নাকি অনেক সুন্দর গোছালো
শহরের কিছু ছবি দেখছি রাস্তার ছবি দেখে আমি মুগ্ধ হয়েছি

আমার কল্পনা

খুব ইচ্ছে করেছে ওই সুন্দর রাস্তায় গভীর রাতে প্রিয় মানুষের সাথে হাঁটতে
নিস্তব্ধ রাতে কোথাও কেউ নেই
মাঝে মাঝে দুই একটা রিক্সা দেখা যাবে রিক্সায় ওয়ালা আমাদের ডাকবে মামা মামী যে কষ্ট কইরা হাটতাছেন রিক্সা পান নাই মনে হয়
আসেন আমি লইয়া যাই একদম রকেট এর গতিতে যামু ওঠেন মামা
তখন আমি রিক্সা ওয়ালা মামা কে বলবো না মামা আমরা যাবো না আমরা হাঁটবো ফাঁকা শহরে
রিক্সা ওয়ালা মামা বলবে আল্লাহ আপনাদের মাঝে আরো ভালোবাসা দিক বলে একটা হাসি দিয়ে চলে যাবে
শহরের রাস্তা গুলার মাঝখানে সুন্দর সুন্দর গাছ
লাগানো আর সুন্দর সুন্দর হলুদ ল্যাম্প পোস্ট

আজ ছবি আঁকতে মনে হলো রাজশাহী শহরটার
কথা তাই ভাবলাম আজকে রাজশাহী শহরটার
একটু ছবি আঁকানো চেষ্টা করবো, ভেবেই একে
ফেললাম মনের মাধুরী মিশিয়ে
কেমন হয়েছে বলবেন আপনারা
চলেন বলি কিভাবে আমি আকালাম
ছবি আকাতে আমার যেসব উপকরণ লাগলো
সেগুলো বলি
IMG_20230520_114751.jpg

উপকরণ:-

  • বিভিন্ন কালার রং
  • বিভিন্ন সাইজের ব্রাশ
  • একগ্লাস পানি
  • একটা ক্যানভাস প্যাড
  • শুকনা কাপড়
  • একটা রং এর প্লেট

নিয়ে নিলাম উপকরণ এখন এখন প্লেটে আমার প্রয়োজনীয় রং বের করে নিলাম

ধাপ -১

IMG_20230520_115701.jpg

প্রথমে আকাশ আকার জন্য আকাশী রং নিয়ে সুন্দর করে ব্রাশ করে নিলাম তারপর আকাশী রং এর নিচে সাদা রং ব্রাশ করে নিলাম

ধাপ -২

IMG_20230520_120940.jpg

তারপর চলে আসলাম নিচে নিচে মিষ্টি রং নিলাম মিষ্টি রং এর একটু জাস্ট ওপরে সাদা মিশিয়ে নিলাম
মিষ্টি রং দেয়ার সুন্দর একটা বিকেল হয়ে গেল
গাঢ় নীল একটু নিয়ে নীল মেঘ দিলাম

ধাপ -৩

IMG_20230520_201637.jpg

IMG_20230520_203917.jpg

তারপর একপাশে সবুজ কিছু গাছ একে নিলাম
আরেকপাশে ও সবুজ গাছ একে নিলাম
তারপর নিচ দিয়ে দেবদারু গাছ একে নিলাম কিছু

ধাপ -৪

IMG_20230520_210104.jpg

IMG_20230520_211040.jpg

তারপর গাছ গুলোর মাঝে মাঝে বসিয়ে দিলাম কয়েকটা সুন্দর সুন্দর হলুদ ল্যাম্পপোস্ট

ধাপ -৫

IMG_20230520_213908.jpg

তারপর রাস্তা একে নিলাম
রাস্তা দিয়ে শেষ হলো পেইন্টিং

শেষে এক পাশে দিলাম আমার সিগনেচার আর তারিখ

এটা আমার সব পেইন্টিং এই দেই

আল্লাহ হাফেজ
DeviceName
AndroidRealme c11
Camera13MP camera
LocationBangladesh 🇧🇩
Short by@rabeya1
H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments