||Betterlife||The dairy game|| 08 August 2023|| ভ্রমণ কাহিনী

আসসালামুয়ালাইকুম

আমি আজ সিরাজগঞ্জ থেকে গাজীপুর আসছি ।
আজকের জার্নি কেমন ছিল সেটা আপনাকে সাথে একটু শেয়ার করতে আসলাম

IMG_20230706_123433.jpg

তাহলে চলে শুরু করি আজকের জার্নির কথা
আজ সকালে ঘুম থেকে উঠে ফজর পরে আবার ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম সকাল ১০ টায় উঠে খাওয়া দাওয়া করে বসে আছি,আম্মু বললো আজ গাজীপুর যাবো রেডি হও

তারপর আমি আমার কাপড় গুলা ট্রলি ব্যাগে তোলার জন্য খাটের উপর নামালাম তারপর কাপড় গুলা ব্যাগ এ তুললাম, তুলে রেডি হয়ে বসে আছি আম্মু আব্বু এখনো রেডি হয় নি পরে আমি বসে বসে চিপস খেলাম , আমার রুমে প্রায় সময় ই চিপস থাকে মিস্টার টুইস্ট চিপস আমার প্রিয় এটা যখন ই খেতে ইচ্ছে করে খাই

received_1034516620880436.jpeg

তারপর আব্বু আম্মু রেডি হয়ে গেছে আমরা বের হলাম এই রিক্সায় তো তিন জন আটবে না আমারে বাস টার্মিনাল পর্যন্ত ভাইয়া বাইকে করে নামিয়ে দিয়ে গেলো । বাস টার্মিনাল এ যাওয়ার পর পরই বাস পেয়ে গেলাম সিরাজগঞ্জ টু ঢাকা সেবা লাইন বাস এর নাম।

বাসে সোজা এনে নামলাম জিরানিতে বি কে এস পি এর সামনে নামালাম এখানে আব্বুর একটা মিটিং আছে লাসানিয়া লিমিটেড কাবাব এন্ড রেস্টুরেন্ট এর মালিক এর সাথে।

received_839214454232288.jpeg

সেখানে আমরা গেলাম আব্বু কথা বললো তাদের সাথে আর আমরা বসলাম মালিক এর পক্ষ থেকে ওয়েটার আসলো আমাদের খাবার অর্ডার নেয়ার জন্য , আমি অর্ডার করলাম বিরিয়ানি আর আম্মু দিলো কাবাব খাওয়ার মাঝ খানে বোরহানি দিয়ে গেলো

IMG_20230806_215302.jpg

IMG_20230806_213215.jpg

বিরিয়ানির টেস্ট টা ভালোই ছিল , খাওয়া শেষ করে আমরা কিছুক্ষন অপেক্ষা করলাম তাদের কথা শেষ হওয়া পর্যন্ত,তারপর কথা শেষ হলো বাইরে আসলাম দেখি বৃষ্টি পড়ছে ,আমাদের সাথে লাসানীয়ার মালিক ও বের হলো বৃষ্টি দেখে সে নিজের গাড়িতে করে আমাদের বাসায় পৌছে দিল , সিকিউরিটি গার্ড আমাদের ব্যাগ বাড়িতে তুলে দিল , ড্রাইভার আমাদের ভালোভাবে বাসায় পৌছে দিয়ে গেল ,

IMG_20230806_220615.jpg

IMG_20230806_220642.jpg

বাসায় ঢুকে আমি বোরখা খুলে গোসল করতে গেলাম , আমি দূরের যাত্রা জার্নি করলে বাসায় ঢুকেই গোসল করি আর এমনি বাইরে গেলে বাসায় এসে খুব সুন্দর ভাবে ফ্রেশ হই
গোসল করে খেয়ে শুয়ে পড়লাম
আল্লাহ হাফেজ

DeviceName
AndroidRealme c11
Camera13MP camera
LocationBangladesh 🇧🇩
Short by@rabeya1
H2
H3
H4
3 columns
2 columns
1 column
6 Comments