The dairy game||23/05/23|| শাড়ি পাঞ্জাবি পেইন্ট

আসসালামুয়ালাইকুম

আমি রাবেয়া আসছি আপনাদের মাঝে আমার একটা কাজ দেখাতে
আমি ক্ষুদ্র একটা ব্যাবসা করি, আমার ব্যবসার কাজ আপনাদের দেখাবো
আমি কি কাজ করি সেটা আপনাদের বলি আমি হ্যান্ড পেইন্ট(ফেব্রিকস) এর কাজ করি শাড়ি পাঞ্জাবিতে

IMG_20230512_202143.jpg

আজকে একটা শাড়ি পাঞ্জাবি কাজ করবো কিভাবে করবো সেটা দেখাই চলেন
কাজ করতে আমার কি কি উপকরণ লাগবে এটা বলি আগে
IMG_20230517_195414.jpg

উপকরণ:-

  • বিভিন্ন কালার রং
  • কয়েক সাইজের ব্রাশ
  • এক গ্লাস পানি
  • শুকনা কাপড়
  • একটা শাড়ি, পাঞ্জাবি

IMG_20230519_120117.jpg

শাড়ি পেইন্টিং করতে প্রথমে আমি রং নিতে হবে যেহেতু আমি সবসময় এই কাজ করি তাই আমি সবসময় বড় বড় কৌটা তে রং কিনে আনি বড় কৌটা থেকে রং করা মুশকিল বলে তাই আমি ছোট ছোট কৌটা তে নিয়ে নেই তারপর ওটা থেকে কাজ করি

ধাপ:১

রং নিয়ে নিলাম এখন শাড়ি তে কাজ শুরু করি
প্রথমে ব্রাশ টা ভিজিয়ে নিলাম তারপর শুকনা কাপড় দিয়ে মুছে নিলাম
তারপর রং এর ভিতর তুলি নিয়ে রং লাগিয়ে কাপড়ে একে দিলাম সাদা ফুল কয়েকটা সাদা ফুল একে নিলাম
IMG_20230512_160125.jpg

ধাপ :২

তারপর সাদা ফুলের মধ্যে একটা ফুল মিষ্টি কালার করে দিলাম ,
IMG_20230512_160426.jpg

ধাপ :৩

মিষ্টি কালার ফুলের মধ্যে সাদা রং দিয়ে একটা ফোঁটা দিলাম আর সাদা ফুল গুলোতে মিষ্টি কালার ফোঁটা দিলাম

IMG_20230512_160430.jpg

ধাপ :৪

তারপর ফুল গুলোর চার পাশে কয়েকটা ডাল দিলাম ডালের মাথায় কলি দিয়ে দিলাম
IMG_20230512_161137.jpg

এভাবে এই একই ফুল পুরা শাড়ির ভিতরে দিয়ে দিলাম
পুরা শাড়ি কাজ শেষে এটাকে আবার রোদে সুখাতে হয় তাই নিয়ে গেলাম ছাদে ,ছাদে নিয়ে এক ঘণ্টার মত রোদ দিয়ে তুলে আনলাম
IMG_20230512_163559.jpg

তারপর পাঞ্জাবিতে একই ফুল একে দিলাম

IMG_20230512_192912.jpg

তৈরি হয়ে গেল আমার শাড়ি পাঞ্জাবি কাপল সেট তারপর প্যাকেট পাঠিয়ে দিলাম সুদূর যশোর সিরাজগঞ্জ থেকে
IMG_20230512_203416.jpg

এই অর্ডার টা ছিল ইমারজেন্সি ১ দিনের মধ্যে শাড়ি পাঞ্জাবি কাজ করে দিয়েছি
অর্ডার টা এসেছিল যশোর থেকে
IMG_20230512_202540.jpg

দ্রুত কাজ শেষ করে যশোর পাঠিয়ে দিলাম
আমার আজকের দিনের কাজটা আপনাদের কেমন লাগলো জানাবেন প্লিজ
আজ এই পর্যন্তই
আল্লাহ হাফেজ

DeviceName
AndroidRealme c11
Camera13MP camera
LocationBangladesh 🇧🇩
Short by@rabeya1
H2
H3
H4
3 columns
2 columns
1 column
8 Comments