আমার তৈরী করা ডিজিটাল আর্ট || Illustration _ digital art ||



আমার তৈরী করা ডিজিটাল আর্ট



হ্যালো👋

আমার নাম রাব্বী #Bangladesh থেকে।



হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকালকে রাতে আমি steemit একাউন্টে প্রবেশ করে চিন্তা করলাম একটি ডিজিটাল আর্ট তৈরি করি । তখন আমি দ্রুত কম্পিউটার অন করে একটি ইউনিক ডিজিটাল আর্ট তৈরী করতে লাগলাম। আপনাদের মাঝে আমার আর্ট তৈরী করার স্টেপ বাই স্টেপ উপস্থাপন করবো।

আমার আর্ট তৈরী করতে প্রায় ৩ ঘন্টা সময় লেগেছে। আমি আামার ডিজিটাল আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করব।


08.jpgকমপ্লিড আর্ট

স্টেপ - ১

প্রথমে একটি রেকট্যাংগেল নিয়ে কালো কালার ব্যাকগ্রাউন্ড তৈরী করে নিলাম। আমি যে আর্ট তৈরী করবে এটা কালো কালার ব্যাকগ্রাউন্ড এর উপর ভালো লাগবে।


01.jpgকাল কালার একটি ব্যাকগ্রাউন নেওয়া

স্টেপ - ২

দ্বিতীয় ধাপে আমি একটি রাউন্ড রেকট্যাংগেল নিলাম ইলাস্ট্রেটর এর ভাষায় ইলিপস বলা হয়। ইলিপস এর উপর হলুদ ও লাল কালার গ্রেডিয়ান প্রয়োগ করলাম। এখন বেশ চাঁদের মতো দেখতে লাগছে।


02.jpgবড় একটি ইলিপস দিয়ে কালার গ্রেডিয়ান করা

স্টেপ - ৩

তারপর পেনটুল দিয়ে একটি চাঁদের বাঁকা সেপ তৈরী করে নিলাম। তার একপাশ দিয়ে ছোট বড় কয়েকটি ইলিপস নিয়ে পাথফাইন্ডার দিয়ে মাইনাস ফ্রন্ট করলাম।


03.jpgপাথফাইন্ডার দিয়ে চাঁদ তৈরী করা

স্টেপ - ৪

তারপর বড় চাঁদের মধ্যে আবার ছোট বড় কয়েকটি ইলিপস নিয়ে প্রতিটি ইলিপসে কালার গ্রেডিয়ান প্রয়োগ করে সুন্দর লুক প্রদান করলাম। এখন গাছ তৈরী করবো।


04.jpgইলিপস নিয়ে কয়েকটি অবজেক্ট তৈরী করা

স্টেপ - ৫

গাছ তৈরী করার আগে আমাকে গাছের পাতা তৈরী করতে হবে। একটি রেকট্যাঙ্গেল নিয়ে দুই কর্ণার ডাইরেক সিলেকশন টুল দিয়ে সিকেক্ট করে টেনে পাতার মত সেপ তৈরী করলাম। তারপর একই পাতা ছোট বড় করে মোট ৩০ টি পাতা তৈরী করলাম। পাতাগুলো ২ টি ডালে রাখতে চাচ্ছি। সে অনুপাতে রাখলাম, পাতা ও গাছের কালার কালো রাখলে দেখতে ভালো লাগবে।


05.jpgগাছের পাতা তৈরী করা

স্টেপ - ৬

পাতাগুলো রাখার পর পেনটুল দিয়ে গাছ ও নিচের দিকে মাটির সেপ তৈরী করে জায়গা মতো প্লেস করে দিলাম। দেখতে ভালো লাগছে। আরও বেশী ডাল বা পাতা দিলে ঘিচিমিচি মনে হবে দেখতে খারাপ লাগবে।


06.jpgপাতাগুলো অনুযায়ী পেন টুল দিয়ে একটি গাছ তৈরী করা

স্টেপ - ৭

এখন দৃশ্যটি দেখে আমার মনে হল এখানে যদি একটি খেক শিয়াল দাঁড়িয়ে রাখা যায় তাহলে দেখতে অসম্ভব সুন্দর লাগবে। আমি তড়িঘড়ি করে ইলাস্ট্রেটরের আর্ট বোর্ডের এক পাশে একটি শিয়াল তৈরি করলাম। শিয়াল তৈরি করা যদি আমি স্টেপ বাই স্টেপ দেখাই তাহলে আমার পোস্ট অনেক বড় হয়ে যাবে এবং পড়তে বিরক্ত বোধ হবে। তাই আমি শিয়াল তৈরি করার দেখালাম না।


07.jpgআলাদা করে একটি খেক শিয়াল তৈরী করলাম

শিয়াল তৈরি করার পর এই জায়গাতে রাখলে খুব সুন্দর লাগছে। তাই মাঝখানের একটু নিচের দিকে শিয়াল রেখে দিলাম। তারপর আমার ডিজিটাল আর্টটি তৈরি হয়ে গেল। প্রথম ছবিতে আমি কমপ্লিড করা ডিজিটাল আর্ট টি উপস্থাপন পরেছি।

পরবর্তীতে আবার নতুন কোন পোস্ট নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।

Device NameGalaxy F23
WorkingAdobe illustrator 2023
Image typeDigital Illustration
Created@rabibulhasan71
Working Time3 Hours


Rabbi.png



Facebook:::twitter:::

🙏আপনার মূল্যবান সময় অপচয় করে আমার পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ🙏


H2
H3
H4
3 columns
2 columns
1 column
5 Comments