Better Life with Steem || THE DIARY GAME || 04/04/2023 || Simple Day

আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন?? আশা করি সবাই বেশ ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। বন্ধুরা প্রতিবারের মতো আজকেও আমি আপনাদের মাঝে আমার কাটানো দিন টি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

GridArt_20230405_130906565.jpg

বন্ধুরা প্রতিদিনের মতো সেই ভোর রাতে ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ নিলাম। এরপর বাসার সবাই মিলে একসঙ্গে সেহরি খেয়ে নিলাম। এরপর ফজরের আজান দিলে নামাজ পড়ে আবারও কিছুক্ষণ ঘুমাতে গেলাম।

এরপর ঘুম থেকে সকাল ৯ঃ০০ টায় উঠে গেলাম, কারণ দোকানে যেতে হবে। এরপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেলাম। আজ দুদিন যাবত বাহিরে প্রচন্ড গরম। রোদ ভিষণ উজ্জ্বল হয়ে উঠেছে, তাই রোদের তাপ একটু বেশি। তাই দোকানে যেতে একটু কষ্ট হয়েছিল এবং দোকানে যতক্ষণ ছিলাম ততক্ষণে ই কষ্ট হয়েছে। যাইহোক দোকানের কাজ করতে তো হবেই। প্রতিদিনের দিনের মতো দোকানে ব্যস্ত হয়ে গেলাম কাস্টমারেরও ভিড় ছিল মোটামুটি। আজান দিলে দোকানেই নামাজ পড়ে নিয়েছিলাম।

IMG-20230405-WA0021.jpg
এরপর দোকানের যাবতীয় কাজকর্ম শেষ করে দুপুর 3 টার দিকে বাসায় ফিরলাম।

বাসায় এসে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। এরপর দেখছি মেয়ে আমার সাথে কথা বলছে না🤔। কিছুক্ষণ চিন্তা করার পর মনে পড়লো আমাকে আইসক্রিম আনতে বলেছিল কিন্তু আমার মনে ছিল না। যাইহোক এরপর মেয়েকে কোলে নিয়ে একটু আদর,সমাদর করে বললাম বিকেলে বাহিরে নিয়ে একটা কিনে দিব। পরে তার রাগ ভেঙেছে।এদিকে আমি আমার স্ত্রী কে বলে রেখেছিলাম যেন মেয়ের জন্য আইসক্রিম বসিয়ে রাখে ফ্রিজে। কারণ ওকে আমি বাহিরে জিনিস খুব কম খাওয়াই।

এরপর মেয়েকে ভাত খাইয়ে দিল। খাওয়া-দাওয়া শেষে আমরা বাবা মেয়ে একসাথে ঘুমিয়ে পড়লাম। এরপর আসরের পরে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। শরীরটা ভীষণ ক্লান্তি লাগছিল তাই নামাজ পড়ে আরও কিছুক্ষণ শুয়ে ছিলাম।

এরপর সন্ধার একটু আগে ঘুম থেকে উঠে আইসক্রিম খাওয়ার জন্য আবার বায়না শুরু করলো। এরপর ঘুম থেকে উঠলে আমি ও কে বলি যে আমি তোমার জন্য আইসক্রিম এনে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। পরে ওরে আইসক্রিমটা বের করে দিই । আইসক্রিম পেয়ে আমার মেয়ে খুবই খুশি হয়েছিল😉।

IMG-20230405-WA0022.jpg

যাইহোক এদিকে সবাই ইফতারের জন্য সবকিছু রেডি করছিল। সবাই রেডি করে বসে কিছুক্ষণ গল্প করছিল। কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আযান দিয়ে দিলে সবাই একসঙ্গে বসে ইফতার করেছি।

GridArt_20230405_124615041.jpg
অনেক গরম পড়েছে বাহিরে তাই চিড়া কলা এবং শরবত টাই বেশি খাওয়া হয়েছে। বেশি গরম পড়লে চিড়া দই খাওয়াই বেশি স্বাস্থ্যসম্মত।

20230330_182009.jpg

যাইহোক ইফতার শেষ করে নামাজ পড়ে নিলাম। এরপর কিছুক্ষণ শুয়ে শুয়ে আমার মোবাইলের কাজ শেষ করে নিলাম। এরপর আবারও রেডি হয়ে দোকানের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। দোকানে গিয়ে দোকানের সব কাজে আবারও মনোযোগ দিলাম। এরপর প্রায় রাত এগারোটার দিকে, দোকানের সব কাজকর্ম হিসাব নিকাশ শেষ করে নিলাম। এরপর বাসায় ফিরলাম।

বাসায় এসে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসলাম। এরপর এশার নামাজ পড়ে নিলাম।নামাজ শেষ করে,বাসার সবাই মিলে রাতের খাবার খেয়ে নিলাম। খাবার খেতে খেতে সবাই মিলে বেশ গল্প সল্প করলাম।রাতের খাবার শেষ করে,ঘুমাতে চলে গেলাম।এরপর কিছুক্ষণ নিউজ দেখলাম।

Screenshot_20230405-125552_YouTube.jpg

গতকালকের নিউজটা খুবই খারাপ ছিল। বঙ্গবাজারে মারাত্মক ভাবে আগুন ধরেছে,সব পুড়ে ছারখার হয়েছে,৬ হাজার দোকান পুড়ে গিয়েছে।না জানি কত হাজারো পরিবার পথে বসেছে।নিমেষেই দোকানিদের মুখের হাসি কেড়ে নিয়েছে, সবার মুখে যেন আর্তনাদ,আর চিৎকার😔😔।

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোষ্ট টি দেখার জন্য।
H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments