ম্যান্ডেলা আর্ট।🌺🌺

💐আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ💐

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আমি রুমানা আফরোজ। আমি স্টিমিটে @rumanaafroz এই ইউজার আইডি ব্যবহার করি।আমি বর্তমানে আমার পরিবারে গৃহিণীর ভূমিকা পালন করে চলেছি।

আমার প্রিয় সকল স্টিমিট বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের পোস্ট টি আপনাদের মাঝে তুলে ধরলাম।বর্তমানে আমি লক্ষ্য করছি আমার কিছু কিছু স্টিমিট বন্ধুরা ম্যান্ডেলা আর্ট করছে।তাই আমার মাঝেও তীব্র ইচ্ছা জাগছে, একটু চেষ্টা করে দেখার যে ,আমি ম্যান্ডেলা আর্টটি পারি কিনা।আজ দুই দিনে গুগলে সার্চ করে অনেক ম্যান্ডেলা আর্ট সম্পর্কে ধারণা নিতে চেষ্টা করেছি।প্রথমে ভাবছিলাম কোন এক ডিজাইন দেখে দেখে নিজে আঁকবো যে,আমার চেষ্টা কতটুকু সফল হয়েছে সেটা দেখার জন্য। কিন্তু মনটি মানলো না।তারপর আমি একটি করলা পাতা নিলাম এই পাতার ছাপের উপর ম্যান্ডেলা আর্ট করার জন্য।আমি অনেকগুলো ডিজাইনের উপর ফোকাস করে আমার প্রথম ম্যান্ডেলা আর্টের অভিজ্ঞতা অর্জনের চেষ্টায় নেমে পড়লাম।এই আর্ট সম্পর্কে আমার কোন রকম ধারণা নেই। আমি সম্পূর্ণ রূপে নতুন।আমি জানিও না যে এটা ম্যান্ডেলা আর্টের মাঝে গণ্য হবে কিনা।তবু্ও ভাবলাম আমার চেষ্টাটুকু যদি সাহস করে আপনাদের মাঝে উপস্থাপন না করি তাহলে ভুল হচ্ছে নাকি সঠিক হচ্ছে সেটা কিভাবে বুঝবো।তাই বিভিন্ন ম্যান্ডেলা আর্ট থেকে আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি সেটুকু দিয়ে আমার চেষ্টা টাকে আপনাদের মাঝে তুলে ধরলাম।ভুল ত্রুটি হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে উপকৃত করবেন।তাহলে শুরু করা যাক আমি কেমন ভাবে ম্যান্ডেলা আর্টটি আঁকার চেষ্টা করেছি।এই আর্টটি করার জন্য আমি প্রথমে একটি খাতা ও একটি কালার কলম নিলাম।প্রতিটি ধাপ আপনাদের সামনে তুলে ধরলাম।

ম্যান্ডেলা আর্ট

১ম ধাপ

২য় ধাপ

৩য় ধাপ

৪র্থ ধাপ

৫ম ধাপ

৬ষ্ঠ ধাপ

৭ম ধাপ

৮ম ধাপ

৯ম ধাপ

১০ম ধাপ

১১তম ধাপ

১২তম ধাপ

১৩তম ধাপ

১৪তম ধাপ

১৫তম ধাপ

১৬তম ধাপ

Devicelocation
Caption@rumanaafroz
CameraOPPO A5s
locationJessore,Navaron

আমার পোস্টটি তে সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ

H2
H3
H4
3 columns
2 columns
1 column
6 Comments