একটি ম্যাক্সির দর্জি শিল্প

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

🍂আমি রুমানা আফরোজ। আমি @rumanaafroz আইডি ব্যবহার করি। আমি বাংলাদেশের নাগরিক।🍂

শুরুতেই প্রিয় কমিউনিটির এডমিন এবং মডারেটরদের শ্রদ্ধা ও বিনয় জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।আমার আজকের ব্লগের বিষয়টি হচ্ছে দর্জি শিল্প। হে আমার বন্ধু সকল আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন এবং আপনাদের দোয়ায় আল্লাহ আমাকেও খুব ভালো রেখেছে। আমি আমার বাসার সকলের পোশাক নিজের হাতে বানিয়ে থাকি। আমি আমার সেলাই দক্ষতার সাহায্যে আমার পরিবারে আর্থিক সুবিধা দিতে পারি এবং অবসর সময়ও আমার কিছু কাজ করতে কেটে যায়। আমি এই কাজকে কখনোই ছোট ভাবে দেখিনা। কারণ সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে কর্মের মাধ্যমে উপার্জন করা। কর্মের মাধ্যমে উপার্জন করাটাই সবচেয়ে বড় কাজ। কিন্তু আজ আমি আমার ফুফু শাশুড়ির ম্যাক্সি বানাবো। আমার সবগুলো ফুফু শাশুড়ী কে আমি ভালোবেসে তাদের পোশাক বানিয়ে দিয়ে থাকি। আজো আমি আমার একটি ফুফু শাশুড়ির জন্য এই ম্যাক্সিটি বানানোর জন্য প্রস্তুতি নিলাম। এটা বানাতে আমার যে সরঞ্জামগুলোর প্রয়োজন সেগুলো হলো,,

  • কাইচি
  • মাপের ফিতা
  • চক

ধাপ ১

এই স্টেপে আমি আমার প্রয়োজনীয় জিনিস গুলো এক জায়গায় নিলাম।

ধাপ ২

এই স্টেপে আমি ঝুল ৫৪"+৪" তে চার ভাজে ভাজ করে কেটে নিলাম।

ধাপ ৩

পরের স্টেপে আমি বডি ৩৪"+৩" ÷৪ সুত্রে ৯" ২ সুতার উপর ভাজ পাশ থেকে ভাজ করে নিলাম।তারপর ২" পুট নিয়ে বাকি কাপড়ের উপর বগল মহড়ার দাগ কেটে নিলাম।এবং গলা নিলাম ২" ২সুতা,ডিপ নিলাম ৫"। গলা পটির ডিপ নিলাম ৮"।

ধাপ ৪

৪র্থ স্টেপে আমি ম্যাক্সিটির হাতার ডিপ ৩" ডাউন করে দাগের উপর দিয়ে কেটে নিলাম।হাতার ঝুলের সাথে আমি দেড় ইঞ্চি যোগ করে নিয়েছিলাম।

ধাপ ৫

৫ম স্টেপে আমি মেশিনের কাছে আসলাম ম্যাক্সিটি সেলাই করার জন্য এবং সাদা সুতা নিলাম।

ধাপ ৬

এই স্টেপে আমি গলা পটি উল্টা পাশে সেলাই করে সোজা করে নিয়ে চাপ সেলাই করে দিলাম।

ধাপ ৭

পরের স্টেপে ম্যাক্সির কাপড়ে কুচি দিতে শুরু করলাম।কুচি দেওয়া হয়ে গেলে গলা পটি টাকে কুচির উপর দিয়ে সেলাই করে চাপ সেলাই দিয়ে দিলাম।

ধাপ ৮

এই স্টেপে আমি একই ভাবে মাক্সি দুটি পাট সেলাই করে কাঁধ সেলাই করে নিলাম।

ধাপ ৯

তরপর ম্যাক্সির দুই পাশ সেলাই করে নিচের অংশের সেলাই কমপ্লিট করে নিলাম।

ধাপ ১০

তারপরের স্টেপে আমি হাতার মুখ সেলাই করে নিয়ে ম্যাক্সির বডির সাথে জুড়ে দিলাম।
হয়ে গেল আমার ফুফু শ্বাশুড়ির ম্যাক্সি সেলাই।

আমি গর্ববোধ করি আমি আমার পরিবারে কোন বোঝা নয়।আমি আমার পরিবারকে ভাল রাখার জন্য নিজেও কিছু অর্থ উপার্জন করতে পারি আবার তার সাথে আমার পরিবারের মানুষের পোশাক বানিয়ে অর্থ সেভ করতে পারি।তাদের মুখে হাসি ফোটাতে পারি।আমার মাক্সি বানানোর এবং বোঝানোর ধরনটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।

🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻

My phone details

Devicelocation
CategoriesPhotography
Caption@rumanaafroz
CameraOPPO A5s

🍂ধৈর্য সহকারে আমার পোস্ট টি পর্যবেক্ষণ করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।🍂

@rumanaafroz

H2
H3
H4
3 columns
2 columns
1 column
4 Comments