Better life with steem // দি ডায়েরি গেম (খুবই সাধারণ একটি দিনলিপি ০৮-১২-২০২২ইং)

স্টিমিটের বন্ধুরা,

সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে গতদিনের আমার দিনলিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার আজকের এই পোস্টটি আপনাদের পড়ে ভালো লাগবে।

IMG_20221208_201318.jpg

যেহেতু আমি একজন মুসলমান তাই প্রতিদিনের মতো আমি খুব সকালে ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে নিলাম। এরপর বেশ কিছুক্ষণ বসে তসবি তাহলীল করে আল্লাহর দরবারে দু হাত তুলে মোনাজাত করলাম এবং আমার নিজের জন্য ও আমার পরিবারের জন্য। এছাড়াও আমার আশেপাশে আত্মীয়-স্বজন যারা রয়েছেন তাদের সকলের জন্য এছাড়াও আমার দেশের সবার জন্য দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলাম যাতে আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখেন। এছাড়াও দিনটা যাতে আমার সুন্দরভাবে কেটে যায় কোনরকম বিপদ আপদ যাতে না হয় সেজন্যই আল্লাহর দরবারে মোনাজাত করেই শুরু করলাম দিনটি।

নামাজ পড়া শেষ করে আমি আরো কিছুক্ষণ শুয়ে রইলাম। তারপর ঠিক সাতটার সময় আবার ঘুম থেকে উঠলাম। কারন আমার বড় মেয়ে সে সকাল আটটায় কলেজে যাবে তার জন্য নাস্তায় তৈরি করতে হবে। তাছাড়া আমার স্বামীও দোকানে যাবে তো মোটামুটি সবার জন্য নাস্তা তৈরি করার জন্য সাতটার পরেই প্রস্তুতি নিলাম। মোটামুটি একেক দিন একেক নাস্তা তৈরি করি আজকে আমি নাস্তা তৈরি করলাম ভাজি আর রুটি। ভাজি আর রুটি তৈরি করার পর বড় মেয়েকে নাস্তা দিয়ে দিলাম ও নাস্তা খেয়ে তৈরি হয়ে কলেজে চলে গেল। এরপর ঘরের অন্য সদস্যদের ঘুম থেকে তুলে সবাইকে নিয়ে নাস্তা করে নিলাম।

IMG_20221208_201506.jpg

আমার স্বামী আমার ছেলে মেয়েকে নিয়ে স্কুলে চলে গেল এবং পরে সে তার দোকানে চলে যাবে। এদিকে আমি দুপুরে কি রান্না করবো তা নিয়ে ভাবতে শুরু করলাম। যেহেতু শীতকাল সবজি কমবেশি সব রকমই বাসায় রয়েছে কিন্তু কোন শাক ছিল না। তাই আমি বাসা থেকে বের হয়ে লাল শাক নিয়ে আসলাম। লালশাক আমার পুরো পরিবার সবাই অনেক বেশি ভালোবাসে। খেতে বিশেষ করে আমার বাচ্চারা লাল রঙের কারণে অনেক বেশি পছন্দ করে খেতে। লাল শাক রান্না করলাম সেইসাথে কিছু সবজি রান্না করলাম। রান্না বান্না শেষ করে গোসল করে দুপুরের যোহরের নামাজ শেষ করে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করলাম।

IMG_20221208_201531.jpg

বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম এরপর আমিও কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। তারপর দুপুরবেলায় আমার স্বামী দোকান থেকে ফেরার পথে আমার জন্য কামরাঙ্গা নিয়ে এসেছিল। আমি কিন্তু কামরাঙ্গা খুব পছন্দ করি তো সেই কামরাঙ্গার একটা ভর্তা তৈরি করে সবাই মিলে খেলাম। সেই সাথেই স্টিমিটের জন্য কিছু রেসিপি ও তৈরি হয়ে গেল। এর পর আসরের নামাজ পড়ে নিলাম। আর বাচ্চারা নিচে চলে গেল খেলতে মাঠে। এদিকে আমি ওদের জন্য বিকেলে চা তৈরি করে নিলাম আর বিকেলে হালকা পাতলা চা বিস্কিট নাস্তা করে মোটামুটি মাগরিবের নামাজ শেষ করে বাচ্চাদেরকে পড়াতে বসলাম। আমি কিন্তু রাতে শুধু ভাত রান্না করি তরকারি দুপুরবেলা যেগুলো রান্না করা হয়েছে সেগুলো দিয়ে রাতে খাবার খাওয়া হয় বেশিরভাগ সময় তো আজকেও সেভাবেই রয়েছে।

IMG_20221208_201657.jpg

বাচ্চাদেরকে পড়া শেষ করে আমার মোবাইলে নিজে কিছুক্ষণ youtube একটি নাটক দেখলাম আর বাচ্চারা ওদিকে টিভিতে তারা তাদের পছন্দমত কাটুন দেখল। নাটকটি আমি সবগুলো পর্বই নিয়মিত দেখি আমার কাছে খুবই ভালো লাগে। তারপর সবাই মিলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম যেহেতু শীতের রাত একটু আগে আগেই বাচ্চারা ঘুমিয়ে যায়, তারপর এশার নামাজ পড়ে আমিও ঘুমিয়ে পড়লাম। যদিও বাচ্চাদের বাবা আসবে রাত ১১ টার পরে। তো বন্ধুরা এই ভাবেই গতকালকের দিনলিপিটি সম্পন্ন করলাম।

IMG_20221208_202340.jpg

আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার দিনলিপিটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদান্তে
@sanuu

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment