আমার তৈরি খাঁসির মাংসের রেসিপি🥰😋🥰

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
আসসালামু আলাইকুম,
হ্যালো বন্ধুরা,

photocollage_202311421454701.jpg

কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমি এবং আমার পরিবারের সকল সদস্য ভালো এবং সুস্থ আছি। গতকালকে আমি খাসির মাংস রেঁধেছিলাম। তাই ভাবলাম সেই গাছের মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো।আশা করি আমার এই খাসির মাংসের রেসিপি টা আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ।

কয়েকদিন আগে নানু আমাদের জন্ন্য খাসির মাংস পাঠিয়ে ছিলেন। তাই গতকালকে আমি খাসীর মাংস রেঁধেছিলাম।আমার কাছে রেসিপিটি ভালো লেগেছিল। তো চলুন শুরু করা যাক।
খাসির মাংস রেসিপিটি তৈরি করতে আমার যা যা লেগেছিল,

প্রয়োজনীয় উপকরণঃ

নামপরিমাণ
খাসির মাংসদেড় কেজি
আলুপরিমাণ মতো
আদা বাটা২ চামচ
রসুন বাটা২চামচ
পেঁয়াজ কুচিদেড় কাপ
মরিচের গুড়ো২টেবিল চামচ
হলুদের গুড়ো২টেবিল চামচ
এলাচ৭ থেকে ৯টি
দারুচিনিকয়েক টুকরা
তেজপাতা৪থেকে ৫টি
জিরেগুড়োদেড় টেবিল চামচ
লবণপরিমাণ মতো
তেলপরিমাণ মতো
কাঁচামরিচ৪-৬টি

photocollage_202311421214719.jpg

(আমি এই খাসির মাংসটি একদম সাধারণভাবে রান্না করেছি তাই আমি অন্য আর কোন মসলা এড করি নাই আপনারা চাইলে এড করতে পারেন)

প্রথম ধাপ

প্রথমে আমি খাসির মাংস কেটে এবং তা ভালো করে ধুয়ে নেব,পাশাপাশি আমি কয়েকটা আলু এবং পেঁয়াজ গুলো কেটে নিব।

photocollage_202311420356302.jpg

দ্বিতীয় ধাপ


চুলায় একটি পাতিল বসিয়ে এতে আমি তেল দিব। তেলটি হালকা গরম হয়ে এলে এতে আমি তেজপাতা, দারুচিনি এবং এলাচ দিয়ে দিব।

20230112_083146.jpg

তৃতীয় ধাপ


তারপর আমি রসুন বাটা দিয়ে দিব এবং হালকা নেরে এতে আমি আদা বাট এবং কয়েকটা এলাচ দারুচিনি বাটা দিয়ে দিব।এরপর এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এগুলো সব একসাথে কিছুক্ষণ ভেজে নিব।
(তেলের মাঝে রসুন বাটা আগে দিলে তরকারিটা অন্যরকম ঘ্রাণ আসে)

20230112_083821.jpg

চতুর্থ ধাপ


এরপর এতে আমি একে একে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে দিব। একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব।

photocollage_202311420387560.jpg

পঞ্চম ধাপ


কষানো হয়ে গেলে এতে আমি খাসির মাংস দিয়ে দিব। ১৫ থেকে ২০ মিনিট আমি খাসির মাংস কষিয়ে নিব। কোষানি হয়ে গেলে আলুগুলো দিয়ে দিব।তারপর আবার কিছুক্ষণ কষিয়ে পানি বা ঝোল এড করে দিব।

photocollage_2023114203957384.jpg

ষষ্ঠ ধাপ


পানি দেওয়ার পর এতে কাঁচামরিচ দিব এবংএটি আরো ১৫ থেকে ২০ মিনিট রান্না করবো। তরকারি হওয়ার কিছুক্ষণ আগে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিব।

(কাচা জিরে বাটা কোষানির মাঝে দিয়ে দিতে হয় আর ভাজা জিরা গুড়োটা আমি রান্নার কিছুক্ষণ আগে দিয়ে থাকি এতে তরকারির গ্রানটা ভালো আসে।)

photocollage_2023114204440486.jpg
(আমার রান্নার পাতিলটি ছোট ছিল তাই আমি পাতিল চেঞ্জ করেছিলাম)

তরকারিটা হয়ে এলে আমি নিব। ব্যাস হয়ে গেল আমার খাসির মাংসের রেসিপি।

20230112_094408.jpg
(মাটির চুলায় রান্নার রেসিপি স্বাদে সুস্বাদু)

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য

from #bangladesh
@selina1

H2
H3
H4
3 columns
2 columns
1 column
3 Comments