আমার আকানো কিছু ফটোগ্রাফি.....

আসসালামু আলাইকুম,
প্রিয় স্টিমিট বন্ধুরা,

PhotoCollageMaker_2022121618531893.jpg

কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন।আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি।আজকে আমি কিছু বিজয় দিবসের উপলক্ষে ছবি আঁকিয়েছি। সেগুলো ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করলাম।

আজ ১৬ই ডিসেম্বর, আমাদের বিজয় দিবস।২৬ শে মার্চ ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন।সে দিনের সকালটা ছিল একদম অন্ন্য রকম। বাংলাদেশের মানুষের আশা পুরনের এবং শত বছরের পরাধীনতার শৃঙ্খলা ভেঙে স্বাধীনতার সূচনা। সেই দিনটা ছিলো ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া জাতি নয় মাস পর তার কাঙ্খিত বিজয়ের দেখা পায়। রেসকোর্স ময়দানে বর্তমানে সোহরাওয়ার্দী ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনী প্রায় হাজার হাজার সদস্য আত্মসমর্পণের দলিলে সই করেন। অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন পাকিস্তান হানাদার বাহিনী।

20221216_183938.jpg

আমি জখন ছোট ছিলাম এবং বিদ্যালয়ে পড়তাম। তখন এই বিজয়ের দিনে আমাদের স্কুল শিক্ষকেরা আমাদের আমাদের রেলি করা তো। তারপর স্কুলে এসে শহীদ মিনারের স্যালুট দিয়ে এবং পতাকাকে স্যালুট দিয়ে সম্মান জানাতাম।বাসা থেকে ফুল নিয়ে গিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মানের জন্য শহীদ মিনারে অর্পণ করতাম।

20221216_183950.jpg

১৯৭২ সাল থেকে বাংলাদেশে বিজয় দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়।১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ জাতির জন্য ছিলো একটি গুরুত্বপূর্ণ ঘটনা। চলচ্চিত্র, কবিতা, নিবন্ধ, গণমাধ্যম ইত্যাদিতে বিভিন্নভাবে এই বিষয়টি ফুটিয়ে তোলা হয়। এছারা এই দিন বিজয় দিবসের উপলক্ষে দেশের প্রতিটি উপজেলায় বিজয় দিবসের কুচকাওয়াজ,বিশেষ আলোচনা অনুষ্ঠান, মতবিনিময় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের প্রধান সড়কগুলো জাতীয় পতাকা দিয়ে সাজানো হয় এবং এই দিনে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করে শঙ্খ বাঙালি।

20221216_183926.jpg

বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। এই দিনেসরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়।এছারা এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালিত হয়। এ দিনে জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন প্রকারের কুচকাওয়াজের অনুষ্টান করা হয়। কুচকাওয়াজের অংশ হিসেবে সালাম গ্রহণ করেন দেশটির রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী। এই কুচকাওয়াজ দেখার জন্য অনেক মানুষ উপস্থিত হয়।২০১৩সালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনেক স্বেচ্ছাসেবী বাংলাদেশের জাতীয় পতাকার লাল,সবুেজর ব্লক নিয়ে একত্রে জড়ো হয়এবংবিশ্বের বৃহত্তম মানব পতাকার নতুন বিশ্ব রেকর্ড করে।আজকে কোথাও যেতে পারি নাই। তাই ঘরে বসেই কিছু বিজয় দিবসের উপলক্ষে ছবি আকালাম। তাই সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম।

from#bangladesh
@selina1

H2
H3
H4
3 columns
2 columns
1 column
3 Comments