আমার তোলা শীতলক্ষ্যা নদীর ফটোগ্রাফি...... 💞💕

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
আসসালামু আলাইকুম,
প্রিয় বন্ধুরা,

শীতলক্ষ্যা নদী


PhotoCollageMaker_20221215225041850.jpg

নারায়ণগঞ্জের কাছে শীতলক্ষ্যা নদী


কেমন আছেন সবাই.?আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন । আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের কাছে ভিন্ন রকমের কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম।সত্যি ফটোগ্রাফি করতে আমার এত ভালো লাগে যা আমি আপনাদের মাঝে ভাষায় প্রকাশ করতে পারবো না ।আমাদের দেশ নদীমাতৃক দেশ।এদেশে অনেক ছোট বড় নদী রয়েছে ঝেমনঃপদ্মা, মেঘনা, ঝমুনা শীতলক্ষ্য। আজকে আমি শীতলক্ষ্যা নদী এবং কাঞ্চন ব্রিজ এর কিছু ফটোগ্রাফি শেয়ার করবো .... আমরা সেই শীতলক্ষ্যা নদীর কাঞ্চন ব্রিজ এ ঘুরতে গিয়েছিলাম মনো মুগ্ধ করেছে।

IMG-20221212-WA0003.jpg

শীতলক্ষ্যা নদী বা লাক্ষ্যা নদী বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের নরসিংদী গাজীপুর ঢাকা এবং নারায়ণগঞ্জ জেলার একটি নদী। এই নদীটির দৈর্ঘ্য হচ্ছে ১০৮ কিলোমিটার প্রস্থ হচ্ছে ২২৮ কিলোমিটার এবং নদীরটি প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউবো কর্তৃক শীতলক্ষ্যা নদীর প্রদত্ত পরিচিত পরিচিত নং উত্তর কেন্দ্রীয় অঞ্চলের নদী নং৫৫(১).

IMG-20221212-WA0005.jpg

কিছুদিন আগে বিকেল বেলা শীতলক্ষ্যা নদীর উপরে কাঞ্চন ব্রিজ থেকে এ ফটোগ্রাফি গুলো করেছিলাম।ফটোগ্রাফি করতে আমার অনেক ভালোলাগে।কাঞ্চন ব্রিজের উপর থেকে ফটোগ্রাফি করাতে,ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। এছাড়া ব্রিজের উপরে রাস্তার পাড়ে অনেক আচারের দোকান এবং চটপটি ফুচকার দোকান বসে। আমি সেখানে আচার খেয়েছি এবং খেতে খেতে এই ফটোগ্রাফি গুলো করেছি।আপনাদের সাথে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে।

IMG-20221212-WA0002.jpg

শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশে পূর্বাচলে আমাদের বাংলাদেশের বাণিজ্য মেলা হয়ে থাকে। পূর্বাচল দেখতে যেমন সুন্দর তেমনি শীতলক্ষা নদীর কাঞ্চন ব্রিজটাও তেমনি সুন্দর। আমি আসলে সেই পূর্বাচলের মেলা কে কেন্দ্র করেই কাঞ্চন ব্রিজে ঘুরতে গিয়ে ফটোগ্রাফি গুলো করেছিলাম।আমাদের দেশের নদীর প্রকৃতি গুলো খেয়াল করে দেখলে প্রাণটা জুড়িয়ে যায।কাঞ্চন ব্রিজের উপর দাঁড়িয়ে নদীর বুকে বয়ে ঝাওয়া কমল হাওয়া মনটাকে ছুঁয়ে যায়.....🥰🥰🥰ধন্যবাদ সবাইকে।

from#bangladesh
@selina1

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment