How To Draw A Beautiful And Colourful Village Scenery

Hello everyone, i am @shimu12

From : #Bangladesh

Date : 26-12-2023

IMG_20231226_223959.jpg

আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার আঁকা অন্য একটি ছবি শেয়ার করবো।

ছবিটি সম্পর্কে

ছবিটি একটি গ্রামের দৃশ্যের। সুন্দর একটি গ্রামীন পরিবেশ। তার পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী। এটি গ্রামীন পরিবেশের খুবই সুন্দর একটি ছবি।

আমার অনূভুতি

ছবিটি এঁকে আমার অনেক ভালো লাগছে। আরো বেশি ভালো লাগছে আমার আঁকা ছবিটি আপনাদের সবার সামনে উপস্থাপন করতে পেরে। আশা করি আপনাদের কাছেও আমার আঁকা ছবিটি ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণসমূহ

১. A4সাইজ সাদা কাগজ
২.পেনসিল
৩.রাবার
৪. কাটার
৫.স্কেল
৬. কালার পেনসিল বক্স

আঁকার ধাপগুলো পর্যায়ক্রমে

ধাপ:১

প্রথমে আঁকার সমস্ত উপকরণগুলো একত্রে করবো। তারপর আঁকা শুরু করবো। এবার সাদা কাগজের একটি পাশে একটি বড় গাছের আঁকার দিবো এবং তার ভিতর থেকে দুইটি বাড়ি আঁকবো। বাড়ির জানালা, দরজাও এঁকে নিবো ঠিক আমার আঁকা নিচের ছবিটির মতো করে।

IMG_20231226_223506.jpg

ধাপ:২

এবার গাছের সম্পুর্ন অংশ আঁকবো। তারপর দূরের গ্রামের অংশ এঁকে নিবো এবং দূরে আরো দুইটি ছোট ছোট ঘরসহ বাড়ির সামনে দিয়ে সীমানার মতো করে এঁকে নিবো। ঠিক আমার আঁকা নিচের ছবিটির মতো করে।

IMG_20231226_223538.jpg

ধাপ:৩

এবার একটি নৌকার ছবি আঁকবো। তারপর নদীর নীচে তীরে থাকা গাছগাছালির ছবি এঁকে নিবো। ঠিক আমার আঁকা নিচের ছবিটির মতো করে।

IMG_20231226_223608.jpg

ধাপ:৪

এই পর্যায়ে সম্পূর্ণ ছবিটি আঁকা শেষ হলো। এবার ছবিটির সিনারিতে রঙ করবো।এবার গাছগুলোর পাতায় গাঢ় সবুজ রঙ দিবো। নিচে আমার আঁকা ছবিটি দেওয়া হলো।

IMG_20231226_223630.jpg

ধাপ:৫

এই পর্যায়ে সমস্ত গাছের পাতার অগ্রভাগে হালকা করে হলুদ রঙ দিয়ে এঁকে নিবো। তারপর নদীর তীরের অংশের নিচের অংশের গাছগাছালিতে রঙ করবো। ঠিক আমার আঁকা নিচের ছবিটির মতো করে।

IMG_20231226_223654.jpg

ধাপ:৬

এবার ঘরগুলোতে একটু লাইট কালারের রঙ দিয়ে এঁকে নিবো। ঘরে গাঢ় লাল ও কমলা রঙ এর সমন্বয় করে এঁকে নিবো। তারপর ঘরের মাঝের অংশে পার্পেল কালার দিয়ে রঙ করে নিবো। সব রঙ গাঢ় করে দিবো। তারপর নদীর কিনারের ফুলে রঙ করবো। এরপর ঘরের সামনে ও আশেপাশের সব জমিতে ঘাসের মতো করে এঁকে নিবো। ঠিক আমার আঁকা নিচের ছবিটির মতো করে।

IMG_20231226_223738.jpg

ধাপ:৭

দেখতে দেখতে ছবিটির শেষ পর্যায়ে চলে এসেছি, এই ধাপে নদীর অংশের কিনারাসহ সমস্ত নদীতে রঙ করবো। কিনারার পাশে গাঢ় নীল রঙ দিবো এবং নদীর ভিতরে হালকা নীল রঙ দিবো । তারপর বোটের অংশেও রঙ করে নিবো। ঠিক আমার আঁকা নিচের ছবিটির মতো করে।

ফাইনাল আউটপুট

IMG_20231226_223833.jpg

এটিই হলো আমার আঁকা আজকের ছবিটি।আশা করি আপনাদের সবার ভালো লাগবে৷ ভালো লাগলে আপনার মূল্যবান মন্তব্য এর মাধ্যমে জানাবেন

AB
Categoryart
Artist@shimu12
Devicevivoy21t

ধন্যবাদ সকল বন্ধুদের আমার পোস্টটি পড়ার জন্য

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment