How To Draw a Beautiful Ladybug On The Leaf

Hello everyone, I am @shimu12

From : #Bangladesh

IMG_20231117_194005.jpg

আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আমি ছবি আঁকতে অনেক ভালোবাসি। বিভিন্ন ধরনের ছবি আঁকতে আমার খুবই ভালো লাগে। প্রত্যেকটা ছবিরই আলাদা আলাদা অর্থ থাকে। আজ আমি আপনাদের সাথে আমার আঁকা সাত নম্বর ছবিটি শেয়ার করবো। আশা করি আপনাদের সবার ভালো।

ছবিটি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য

ছবিটি একটি পোকার। যার নাম হলো ইংরেজিতে (Ladybug), বাংলাতে গুবরে পোকা। এটি লাল এবং কমলা রঙের হয়ে থাকে।এদের শরীরের আকার হলো গোলাকার। মাথাটা ছোট এবং মাথা আলাদা থাকে। ছোট ছোট ছয়টি পা থাকে এবং শরীরের কালো ছোপ এর মতো ফোটা বা লম্বা দাগ থাকে।

আমার অনুভূতি

ছবিটি আঁকতে পেরে আমার অনেক ভালো লাগছে। ছবিটি আঁকার মাধ্যমে আমি আমার দক্ষতা এই কমিউনিটিতে শেয়ার করে এবং আপনাদের দেখাতে পেরে আরো বেশি ভালো লাগছে।

প্রয়োজনীয় উপকরণসমূহ

১.A4 সাইজের সাদা কাগজ
২.রাবার
৩.কাটার
৪.আর্ট পেনসিল
৫.কালার পেন্সিল বক্স

ধাপে ধাপে আঁকার প্রক্রিয়া

ধাপ:১

প্রথমে কাগজটিতে গোল আকৃতি করে এঁকে নিবো। তারপর সেইটার মাঝ বরাবর একটি দাগ দিবো। নিচে দেওয়া আমার আঁকা ছবিটির মতো করে।

IMG_20231117_193338.jpg

ধাপ:২

এবার মাথার অংশটি আঁকবো এবং তার সাথে মাথার সামনের হুল আঁকবো। এবার মাথার দুই পাশ দিয়ে দুইটি পা এঁকে নিবো নিচে দেওয়া আমার ছবিটির মতো করে।

IMG_20231117_193507.jpg

ধাপ:৩

এবার লেডিবাগের বাকি চারটি পা এঁকে নিবো এবং শরীরের ভিতর গোল গোল করে আঁকবো। আমার আঁকা নিচের ছবিটির মতো করে।

IMG_20231117_193554.jpg

ধাপ:৪

এবার সম্পূর্ণ শরীরে গোল গোল ছোট ফোঁটা গুলো আঁকবো।

IMG_20231117_193608.jpg

ধাপ:৫

লেডিবাগ আকার পরে একটি পাতা আঁকবো। পাতাটি এমন ভাবে আআঁকবো যেনো দেখে মনে হয় পোকাটি পাতার উপরে আছে। পাতার সাথে একটি ডালের কান্ড আঁকবো, আমার আঁকা নিচের ছবিটির মতো করে।

IMG_20231117_193709.jpg

ধাপ:৬

এবার পাতারটির কিছু অংশে কালো কালারটি ঘন করে দিবো এবং কিছু অংশে সবুজ রঙ দিবো ঠিক নিচের ছবিটির মত করে৷

IMG_20231117_193737.jpg

ধাপ:৭

এখন পোঁকাটিকে রঙ করবো। এখানে লাল, কালো এবং কমলা রঙ ব্যবহৃত হয়েছে। প্রথমে ছোট ফোটাগুলোকে কালো রঙ করবো এবং মাথা ও হুলের অংশসহ। তারপরে শরীরের অংশে প্রথমে কমলা রঙ দিবো এবং কমলা রঙের উপরে লাল রংটি দিবো। তাহলে কালারটি পারফেক্ট হবে৷ নিচের আঁকা ছবিটির মতো।

IMG_20231117_193814.jpg

ধাপ:৮

এবার পাতার সাথে ডালের যে কান্ডটি আছে সেইটাতে রঙ করবো। উপরের অংশে হালকা করে হলুদ রঙ দিবো এবং বাকি অংশটিতে সবুজ রঙ দিবো।

IMG_20231117_193846.jpg

ধাপ:৯

এই পর্যায়ে সম্পূর্ণ পাতাটি রঙ করবো। পথমে পাতার উপরের অংশে হালকা হলুদ রঙ দিবো এবং তার মাঝে কলা পাতা কালার দিবো। তাছাড়া পাতার নিচের অংশে সবুজ রঙ দিয়ে পাতাটির রঙ সম্পূর্ণ করবো।

IMG_20231117_193924.jpg

চূড়ান্ত পর্যায়

IMG_20231117_194005.jpg

AB
Categoryart
Artist@shimu12
Devicevivoy21t

ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now