বন বিলাসে বাঘের খোজে আমি শিরিনা

Photo_1685803161344.png
made by poster maker apps

প্রথম পর্ব

আসসালামুওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে এই গরমেও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালোই আছি।আমি ঘুরতে খুব ভালোবাসি।সারা পৃথিবী ঘুরে বেড়াবো এটাই মনে হয় জীবনের একমাত্র লক্ষ্য। আজ আপনাদের সাথে শেয়ার করবো চিড়িয়াখানা ভ্রমণের অভিজ্ঞতা আর উল্লাস। চলুন তবে শুরু করি,,,,, 🗣️🗣️

আমি ঘুড়তে গিয়েছিলাম খুলনার প্রান কেন্দ্র জাহানাবাদ ক্যান্টনমেন্ট এর চিড়িয়াখানায়। এটি খুলনা জেলার, খুলনা -যশোর মহাসড়কের উত্তরে ১৫ কিলোমিটার সামনে হাতের বাম পাশে এটি অবস্থিত। এটি অতি মনোরম ও সুন্দর পরিবেশ।চলুন এবার টিকিট ক্রয় করা যাক।আর হ্যা বলে দি এখানে প্রবেশের জন্য টিকিট ক্রয় করতে হয়।

IMG_20230602_175850.jpg

এটি হলো টিকিট কাউন্টার। এটি চিড়িয়াখানায় যেতে হাতের বাম পাশে। জনপ্রতি টিকিটের মূল্য ৩০ টাকা করে।ভুল করেও টিকিট ছাড়া ভিতরে প্রবেশ করার চেষ্টা করবেন না।প্রশাসনের লোক সর্বদা টহল রত।যাই হোক আমি তাই তাদের রুল মেনেই টিকিট ক্রয় করে নিলাম।কিন্তু সমস্যা হলো এক জায়গাতে।টিকিট কাউন্টার হতে আমাকে বলা হলো আপু আর মাত্র ৩০ মিনিট সময় আছে। এর পরে চিড়িয়াখানা বন্দ হয়ে যাবে।তখন হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ৫:৩০ বাজে।তার মানে সন্ধ্যা ০৬:০০ টা পর্যন্ত চিড়িয়াখানা ওপেন থাকে।মন খারাপ হয়ে গেল।কি করবো ভাবছিলাম। যাইহোক পরক্ষনেই সিদ্ধান্ত নিলাম এসেছি যখন ৩০ মিনিট কোন ব্যাপার নয়।এই সময়টাই আমার জন্য এখন অনেক।না ঘুড়ে আজ আর ফিরে যাবো না।এই ভেবে ৩০ টাকা দিয়ে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম।

IMG-20230603-WA0028.jpg

ভিতরে প্রবেশ করেই দেখলাম এই ফলক।যেখানে চিড়িয়াখানা সম্পর্কে সংক্ষেপে কিছু বিবরনী দেওয়া আছে।আপনাদের জন্য এতো অল্প সময়ে ও একটি ছবি তুলে নিলাম।চলুন এবার তবে চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করি।

IMG-20230603-WA0054.jpg

একটু লক্ষ্য করলে আমার মাথার উপরে দেখতে পাবেন লেখা আছে বনবিলাস জু। মানে এটি একটা চিড়িয়াখানা যেখানে রয়েছে বিভিন্ন প্রকার প্রাণী যারা হয়তো বিলিপ্ত প্রাই।এই বিলপ্তি ঠেকাতে এখানে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে প্রাণি গুলার বংশ বিস্তারের জন্য। আমাদের ছোট সোনামনিরা এখানে আসে প্রাণী গুলা দেখতে এবং চিনতে। প্রানীদের দেখে আনন্দ পায় সকলেই।আমি এখানে মাঝে মধ্যে আসি। তবে আজ এসেছি আপনাদের জন্য,, সব কিছু ঘুরে ঘুরে দেখাবো আমি জানি আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে,,,,

IMG_20230602_180147.jpg

এই জায়গা টা অনেক সুন্দর। লেকের উপরে দাড়িয়ে আমি।যদিও এখন লেকে পানি নেই।লেকের মধ্যে এখন ঘাস জন্মে দিয়েছে।লোক মুখে শুনলাম এখানে সিজনের সময় নৌকা চলে।ইস সঠিক সময়ে আসলে নৌকাতে উঠা যেত। যাই হোক কি আর করা।চোখ জুড়ানো প্রকৃতিদেখে মন ভালো হয়ে যায় নিমিষেই।

IMG_20230602_180233.jpg
এখানে লেখা আছে কেউ পশু পাখি কে খেতে দিবেন না আর কোনো পশু পাখিকে বিরক্ত করবেন না এখানে প্রতিদিন হাজার হাজার লোক আসে এবং তারা চাই প্রাণী দের কিছু খাওয়াতে কিন্তু কে জানে এই খাবারে যদি প্রানীর কোনো ক্ষতি হয় এই জন্য নিষেধ করা।তবে এখানে রয়েছে বানর যাদের কিছু দিতে হয় না তাদের হাতের নগালে কিছু পেলে কেড়ে নিয়ে যায়।একটু ভয় পেলেন নাকি? ভয়ের কিছু নেই আপনারা কাদের কাছা কাছি না আসলেই হয়।অনেকের শোনা গেছে মোবাইল নিয়ে গেছে বানরে আর ফিরিয়ে দেয় নায়। মানুষ ছবি তুলতে গেলেই নেমে আসে এমন বিপর্যয়।

IMG_20230602_180510.jpg

এটা চিড়িয়াখানার আমার দেখা প্রথম পাখি। এই পাখিটির নাম মদন টাক। কি অসাধারণ পাখিটা তাই না। এই পাখির নাম মদন টাক তার কারন এই পাখির মাথায় টাক এইব্জন্য এর নাম মদন টাক। আমি জানতাম না যে কখনো কোনো পাখির মাথায় টাক থাকে।

আজ এই পর্যন্ত থাক। আগামীদিন আমি আবারো আপনাদের মাঝে পড়ের অংশ নিয়ে উপস্থিত হবো ইন্সাল্লাহ। পরের পর্বে চিড়িয়াখানায় রয়েল বেজ্ঞোল টাইগার রয়েছে সেটা দেখাবো।আর কিছু বিরল প্রজাতির প্রাণী রয়েছে সেগুলা দেখাবো।

ধন্যাবাদ আমার পোস্টটি পড়ার জন্য

received_6141514449236908.jpeg

ধন্যবাদ সবাইকে @sirinaa02
H2
H3
H4
3 columns
2 columns
1 column
4 Comments