||" Betterlife " The Diary Game,29/06/2023"|| Enjoy A Beautiful Day With My Husband.

20230802_180657_0000.png
Create by canva apps

আসসালামুওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করি এই বৃষ্টির দিনে খিচুড়ি আর ইলিশের সাথে সবাই বেশ ভালোই আছেন ☺️।আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি পান্তা আর কাচা মরিচ এর সাথে।কি অবাক হলেন? পান্তা আর কাচা মরিচ কেন? শারীরিক অসুস্থতার কারনে তেমন কিছুই খেতে পারছি না।যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য।

কয়েক মাসের মধ্যে অনেক ভালো একটি দিনের কিছু স্মৃতি চারন করতে এসেছি আপনাদের সাথে। আশা করি ভালো লাগবে আপনাদের চলুন তবে শুরু করি।

IMG-20230630-WA0003-01.jpeg

ছবিটি তোলা ঈদের দিন। আমার হাসবেন্ড তুলেছে।ছবিতে আমার সাথে যাকে দেখছেন, এই মানুষটি হলো আমার বাবা।বাবার কাছে থাকার সময় এমন কোন ঈদ আসেনি যে আমি বাবাকে সেমাই,নুডলস না খাইয়ে দিয়েছি।

এবার আমি শ্বশুর বাড়ি। বাবাকে ছাড়া এটাই ছিলো আমার প্রথম ঈদ।সকালে শ্বশুর বাড়ির লোকজন নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম।যদিও সব কিছু করেছে আমার শ্বাশুড়ি। আমার শুধু দায়িত্ব ছিলো, সবার সামনে যাওয়া, তাদের সালাম দেয়া,তাদের সামনে একটু খাবার পরিবেশন করা আর ঈদ সেলামি নেয়া।ব্যাস এই হলো আমার কাজ।

এর মধ্যে বাবার কথা মনে পড়ে আমি কিছুই খাইনি।আমার হাসবেন্ড রুমে এসে আমাকে জিজ্ঞেস করেছে আমি কিছু খেয়েছি কিনা।আমি বললাম না।বাবাকে রেখে কখনো খাইনি। এবার কি করে খাই বলো?

আমার হাসবেন্ড বললো যাবে বাবার কাছে? যাও রেডি হও।আর বাবার জন্য কিছু খাবার সাথে নাও।

আমি যে কতটা খুশি হয়েছিলাম আপনারা হয়তো বুঝতে পারছেন।মনে মনে এই মানুষটাকে পাবার জন্য হাজারো শুকরিয়া আদায় করে নিলাম আল্লাহ কাছে।❤️

বাসায় সৎ মায়ের জন্য আর বাসায় যাইনি। রাস্তার পাশে এক চায়ের দোকানের ছাউনিতে বসে সেই পুরনো দিনের মতো করে বাবাকে নিজ হাতে খাইয়ে দিলাম।সেই মুহূর্তের স্মৃতি টুকু ফ্রেমে বন্দি করতে আমার হাসবেন্ড এই ছবিটি তুলেছে।

IMG-20230701-WA0017-01.jpeg

বাবাকে খাওয়ানো শেষে আমার হাসবেন্ড বললো এবার আমাকে একটু সময় দাও।চলো নদীর পাড়ে হতে ঘুরে আসি।ও জানে আমি কি পছন্দ করি। তাই সে আমার খুশির জন্য তার সাধ্যের মধ্যে সবটুকুই করে।আলহামদুলিল্লাহ। এমন মানুষকে আমি ওপারে ও চাই।

IMG_20230629_181130-01.jpeg

তার জন্য ফুল ছেড়ার প্রচেষ্টা চলছে।শেষ পর্যন্ত পেরেছিলাম তার জন্য ফুল নিয়ে আসতে।তাকে দিয়ে বলেছিলাম নাও অতি সামান্য একটি ফুল।জানিনা এর আগে এই সিরিজের ফুল কেউ কাউকে দিয়েছে কিনা।সে হেসে দিয়ে বলছে।আমি জানি তুমি অন্যদের হতে আলাদা।তুমি যার মাঝে ভালবাসা খুঁজে পাও অন্যরা তা পায়ে মাড়িয়ে চলে যায়।☺️

IMG_20230629_180837-01.jpeg

নদীর পাড়ে বসে দুজন জীবনের নানা ঘাত প্রতিঘাত নিয়ে কথা বলছি।এর মধ্যে আমি বলছি খুদা লেগেছে আমার।বাবাকে খাওয়ানোর পরে কিছু সেমাই থেকে গিয়েছিলো। কি আর করা আশে পাশে কোন দোকান না থাকার কারনে। এই সেমাই খেয়েই খুদা নিবারন করতে হয়েছে।তবে নদীর তীরে বসে এভাবে সেমাই খেতে খুবই ভালো লাগছে আমার।এমন সময় এই কথাটি না বললেই নয়।

খুদার রাজ্যে পৃথিবী গদ্য ময়,পূর্নিমার চাঁদ যেন জ্বলসানো রুটি।

IMG_20230629_180308-01.jpeg

বসে দুজন গল্প করছি।এমন সময় তাকিয়ে দেখি এক দম্পতি। তাদের সাথে দুটি বাচ্চা আর সাথে বড় একটি ল্যাগেজ। মনেই হচ্ছে শ্বশুর বাড়ির সারাদিনের কর্তব্য পালন করে। এখন হাসবেন্ড আর বাচ্চাদের সাথে নিয়ে বাবার বাড়িতে যাচ্চে।এমন দৃশ্য সত্যিই অসাধারণ। তবে যতোটা ভালো লাগছিলো তার থেকে বেশি মন খারাপ হয়েছে।ভাবছি আজ আমার মা থাকলে, আমার হাসবেন্ড কে নিয়ে নদীর পাড়ে নয়।বাবার বাড়িতে যাবার জন্য ব্যস্ততায় সময় পার করতাম।কি পেয়েছে আতিক?😔

ও বুঝতে পেরেছে আমি কষ্ট পাচ্ছি।তাই আমার কাছ থেকে কলম নিয়ে, সাথে থাকা ওষুধের প্যাকেট ছিড়ে লিখতে শুরু করেছে।আমাকে বলছে তোমার দেখা নিষেধ। 😳

IMG_20230629_180546-01.jpeg

এই সেই চিঠি আপনারাই নিজ দায়িত্বে পড়ে নিন।।।

এর পরবর্তী ঘটনা পরে একদিন বলবো ইনশাআল্লাহ। আশা করি এর পরের ঘটনা পরে আপনারা অনেক আনন্দ পাবেন।আর নতুন কিছু অভিজ্ঞতা অভিযোযন করতে পারবেন।
আমি খুবই আনন্দিত এমন একটা মানুষ আমার সাথে সর্বক্ষণ রয়েছে।আল্লাহ তোমাকে আমার জন্য এক বিশেষ নেয়ামত হিসাবে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ 🥰

ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।

আপনার সুন্দর মন্তব্যের অপেক্ষায় আমি,,,,,,

শুভেচছায়,,
@sirinaa02

received_945453473258822.jpeg

H2
H3
H4
3 columns
2 columns
1 column
6 Comments