For Newcomers | How To Do Delegation? | কিভাবে ডেলিগেশন করবেন?

IMG_20221207_224214.jpg

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি টিউটোরিয়াল পোস্ট করবো। যার মাধ্যমে আপনারা ডেলিগেশন সম্পর্কে বিস্তারিত অবগত হবেন। ডেলিগেশন কিভাবে করতে হয় সে সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে। কিন্তু প্রতিনিয়ত আমাদের কমিউনিটিতে নতুন ইউজার সংযুক্ত হচ্ছে যারা এই প্রসেস সম্পর্কে সম্পূর্ণ অবগত নয়। তাই আমি আজকে নতুনদের জন্য এই ডেলিগেশন করার পদ্ধতি শেয়ার করতে চাই। চলুন শুরু করা যাক।

ডেলিগেশন করার জন্য আপনাকে প্রথমে Steemworld.org এ ভিজিট করতে হবে। উল্লেখিত ওয়েবসাইট এ ক্লিক করুন তাহলে আপনি পেজটি পেয়ে যাবেন। এখন আমি ধারাবাহিক বর্ণনা নিচে উল্লেখ করবো।

ধাপ 1

IMG_20221207_221210.jpg

লিংকটিতে ক্লিক করার পর আপনি এরকম একটি পেজ পাবেন। এখান থেকে আপনি ড্যাশবোর্ড এ ক্লিক করুন। যেটা মার্ক করে দেওয়া হয়েছে।

ধাপ 2

IMG_20221207_221309.jpg1stIMG_20221207_221335.jpg2nd

এরপর আপনি এরকম পেজ দেখতে পাবেন। এখান থেকে আপনি ডেলিগেশন লেখাটিতে ক্লিক করুন। যেটা মার্ক করে দেওয়া হয়েছে। Delegetion লেখাতে ক্লিক করার পর আপনি delegate লেখাটি দেখতে পাবেন। এখন আপনি delegete লেখাতে ক্লিক করুন। তারপর আপনি পরবর্তী ধাপে চলে যাবেন।

ধাপ 3

IMG_20221207_221552.jpg

Delegete লেখাতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই পেজটি চলে আসবে। এখানে আপনি চিহ্নিত বক্সে একাউন্টের নাম লিখুন যে অ্যাকাউন্টে আপনি ডেলিগেশন করবেন। আমি এখানে @steem4bangladesh একাউন্টের নাম লেখার জন্য উপদেশ দিবো। তারপর নিচের বক্সে ডেলিগেশন এর পরিমাণ লিখুন। যেমন আমি এখানে 700 steem উল্লেখ করেছি। তারপর ok বাটনে ক্লিক করুন।

ধাপ 4

IMG_20221207_221620.jpg

আপনার সম্মমতি নিশ্চিত করার জন্য আপনাকে আবারও yes বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনি পরবর্তী ধাপে চলে যাবেন।

ধাপ 5

IMG_20221207_221739.jpg

এখন লক্ষ্য করুন এখানে আপনার এক্টিভ কী দিতে বলেছে। সুতরাং এখানে আপনার এক্টিভ কী পেস্ট করে দিন। তারপর ok বাটনে ক্লিক করুন।

এরপর আপনার ডেলিগেশন সম্পন্ন হবে। যেমন ভাবে আমি সম্পন্ন করেছি। নিচের স্ক্রীনশট দেখুন আমার ডেলিগেশন সম্পন্ন হয়েছে।

IMG_20221207_221819.jpg

এছাড়া Steemworld ব্যাবহার করে আপনারা আরো অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন। যা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে...

H2
H3
H4
3 columns
2 columns
1 column
12 Comments