Creativewriting: ভুলগুলোকে প্রশ্রয় না দিয়ে সংশোধন হওয়া জরুরি

photo-1506702315536-dd8b83e2dcf9.jpeg
SRC

আসসালামু আলাইকুম।

হ্যালো স্টিম ফর বাংলাদেশ কমিউনিটি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সব সময় সুস্থ সুন্দর এবং ভালো থাকতে পারি সেজন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রইলো। আমিন।

আমি আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হলাম। আমরা আমাদের চলার পথে বিভিন্ন সময় ভুল করে থাকি এবং ভুলগুলো আমাদের জীবনকে শেষ করে দেয় প্রায়ই।

তবে সেখান থেকে আমরা যদি ভালো শিক্ষা গ্রহণ করতে পারি এবং আমরা আমাদের ভুলগুলো সংশোধন করতে পারি তবে আগামীতে আমরা ভালো কিছু করতে পারি।

সুতরাং আমি আজকে আপনাদের মাঝে ভুলগুলোকে সংশোধন করা নিয়ে চমৎকার একটি ব্লগ নিয়ে উপস্থিত হলাম। আশা করছি সকলেই পড়তে থাকুন এবং উপভোগ করুন আমার আজকের ব্লগ ভুলগুলো প্রশ্ন না দিয়ে সংশোধন করুন।

slip-up-709045_1280.jpg

SRC

আমরা মানুষ, সামাজিক জীব। সমাজে চলতে গেলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে এবং বিভিন্ন জায়গায় আমাদের জীবিকা নির্বাহ করার জন্য যেতে হয়।

তবে সেক্ষেত্রে আমরা ভুল করে থাকি এবং আমাদের মিসটেক শব্দটি জীবনের সঙ্গে জড়িয়ে যায়। যদিও আমরা ভুল করতে চাই না তারপরেও ভুল করেই ভুল হয়ে যায়।

যেহেতু মানুষ ভুলের উর্ধ্বে নয় সেহেতু আমাদের অবশ্যই ভুল হবে এটাই স্বাভাবিক বিষয়। তবে আপনি যদি দুর্ভাগ্যবশত কিংবা আপনার অনেক অনাকাঙ্ক্ষিত ভুল করে থাকেন তবে সেটি দোষের কিছু না।

তখনই আপনার দোষ হবে তখন আপনি ভুল বুঝতে পারার পরও যদি নিজেকে সংশোধন করতে না পারেন।

mistake-876597_1280.jpg

SRC

যদি কখনো দুর্ভাগ্যবশত ভুল করে থাকেন তাহলে অবশ্যই উচিত হবে সেই ভুলগুলো থেকে আপনার জীবনে শিক্ষা গ্রহণ করা।

ভুল করে ভুল করেছেন। এবার আপনাকে অবশ্যই সংশোধন হতে হবে এবং ভুলগুলো থেকে আপনাকে রক্ষা করতে হবে।

ভুলগুলো থেকে যদি আপনি শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করতে পারেন তবে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন এবং ভুল থেকেই ভালো কিছু হতে পারে।

অপরপক্ষে তখনই হিতে বিপরীত হবে যখন ভুলগুলো আপনি সংশোধন করতে পারবেন না তখন। ভুল করার পরে যদি আপনি নিজেকে সংশোধন করতে পারেন তবে সেটি হবে সব থেকে বুদ্ধিমান এবং একজন জ্ঞানী মানুষের কাজ।

error-102074_1280.webp
SRC

ভুল একটি অনাকাঙ্ক্ষিত বিষয়। ভুল করার পরে কখনোই ধৈর্য হারা হওয়া যাবে না এবং কখনো ভেঙে পড়া যাবে না। একবার যদি ভুল করে থাকেন তাহলে সেই ভুল থেকে নিজেকে প্রথমে শিক্ষা গ্রহণ করতে হবে এবং পরবর্তীতে সতর্ক থাকতে হবে কারণ একই ভুল যেন বারবার না হয়।

অপরপক্ষে আরো একটি বিষয় লক্ষ্য রাখতে হবে আর তা হল কখনই ভুলকে প্রশ্রয় দেওয়া যাবে না। একবার ভুল হওয়া মাত্রই নিজেকে সংশোধন করতে হবে এবং আপনি যদি ভুলগুলো সংশোধন করতে পারেন তবেই কামিয়াবী হবেন এবং জীবনের সকল এবং উন্নতি করতে পারবেন।

উপসংহার

পরিশেষে বলতে চাই। আমরা যেন সকলেই ভুলগুলোকে সংশোধন করতে পারি। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তবে ভুলগুলো যখন সংশোধন না করে আমরা অবহেলা করি তখনই আমাদের জীবনে চরম বিপর্যয় নেমে আসে। সুতরাং আমাদের অবশ্যই উচিত ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করা এবং ভুলগুলো সংশোধন করে নিজের জীবনকে আরো সুন্দর এবং সাবলীল করা।

অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সাথে থাকার জন্য স্টিম ফর বাংলাদেশ কমিউনিটির। ধন্যবাদ সবাইকে।

Warm regards

@steem-for-future

H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments