Betterlife : The Diary Game | 02 December 2022, Friday | Second day of new month

আসসালামু আলাইকুম সবাইকে! আমি @sumon247
আছি 🇧🇩 #Bangladesh থেকে

ডায়েরি গেম

আজ শুক্রবার অর্থাৎ ছুটির দিন। শুক্রবার আমাদের মুসলমান সম্প্রদায়ের কাছে শ্রেষ্ঠ এবং গরীবের হজ্জের দিন নামে পরিচিত। খুব সকালে ঘুম থেকে উঠে আমি ফজরের নামাজ আদায় করতে মসজিদে গেলাম। শীতের সময় নামাজ আদায় করা কিছুটা চ্যালেঞ্জিং তবে তারপরও আমাদেরকে নামাজ আদায় করতেই হবে। যাইহোক, নামাজ শেষ করে আমি বাসায় পুনরায় ঘুমিয়ে পড়লাম! বাহিরের আবহাওয়া কিছুটা ঠান্ডা ছিলো যেহেতু এখন শীতের মৌসুম চলছে।


IMG_20221202_141917.jpg

সকালের সুন্দর আবহাওয়া/Location


পুনরায় সকাল ৮টায় ঘুম থেকে উঠলাম। বাহিরে আজকে চকচকে রোদ উঠেছে, শীতের সময়ে রোদের তাপ নেয়ার মধ্যে আনন্দ কাজ করে। আমার স্ত্রী সকালের নাস্তা তৈরি করলেন এবং আমরা একসাথে সকালের নাস্তা করলাম। প্রয়োজনীয় কাঁচা বাজার এবং মুদির জিনিসপত্র কিনতে হবে আমাকে সেজন্য বাজারে গেলাম কেনাকাটার উদ্দেশ্যে। যেহেতু মাসের শুরু তাই বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিছুটা বাড়তি কেনাকাটা করলাম। যারা চাকরিজীবী তাদের পক্ষে রেগুলার মার্কেটে গিয়ে কেনাকাটা করা সম্ভব হয় না।


IMG_20221202_141723.jpg

একদম ফ্রেশ হয়ে নামাজে যাওয়ার সময়/Location


বাসায় এসে, জিনিসপত্রগুলো আমার প্রিয়তমা স্ত্রীকে বুঝিয়ে দিয়ে আমি আমার মেয়ে মুনতাহার সাথে খেলাধুলা করতে থাকি।

আমি সর্বদা চেষ্টা করি, শুক্রবারে জুম্মার সময় মসজিদে আগে আগে যাওয়ার জন্য। কেননা, শুক্রবার অর্থাৎ জুম্মার দিনের হাজারো ফজিলত রয়েছে এবং আমরা চাইলেই খুব সহজে ইন্টারনেট সার্চ করে জেনে নিতে পারি ফজিলত সম্পর্কে।


IMG_20221202_142011.jpg

মুসুল্লি/Location


নামাজ শেষ করে মসজিদের ছাদ থেকে আমি একটি ফটোগ্রাফি করলাম, ফটোগ্রাফিতে মুসল্লীদেরকে স্পষ্ট বোঝানোর কিছুটা চেষ্টা করেছি মাত্র। অন্যান্য দিনের তুলনায় শুক্রবার মসজিদে ব্যাপক মুসল্লী থাকেন।


IMG_20221202_142829.jpg

আমার দুপুরের খাবার/Location


নামাজ শেষ করে বাসায় এসে দুপুরের খাবার খাওয়া আরম্ভ করলাম। আজকে দুপুরে আমরা খাবার খেয়েছি মুরগির মাংস, ডাল এবং সামুদ্রিক মাছ দিয়ে।

দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম করলাম। সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে পরিবারের সাথে সময় কাটাতে পারছি, ইহাই আমার আনন্দ। ছুটির দিনে পেন্ডিং কাজগুলো সম্পন্ন করা, হালকা কেনাকাটা, বাহিরে পরিবার নিয়ে ঘুরতে বের হওয়া, বাহিরে খাবার খাওয়া ইত্যাদি অনেকের প্ল্যান থাকেন।


IMG_20221021_182002.jpg

সন্ধ্যার স্ন্যাকস- নুডলস/Location


সন্ধ্যা আমরা স্ন্যাকস হিসেবে নুডলস খেয়েছি। অল্প সময়ের মধ্যে নুডলস তৈরি করা যায়! যাইহোক, খাওয়া শেষ করে আমি কিছুক্ষণ ইউটিউবে ইসলামিক ওয়াজ শুনছিলাম। শীতের মৌসুমে আমাদের বাংলাদেশের প্রায় প্রতিটি এরিয়াতে ওয়াজ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমি চেষ্টা করি ওয়াজ মাহফিলে নিজে উপস্থিত থেকে সেগুলো শুনতে এবং আমল করতে।

আমার সম্পর্কে

@sumon247

আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RdLKNMRhTybWCoSPaykw29qAVpb5aZjVxTzqcZ7XGaw2rivnVyoNDNJRJDTwxqyubdG3VcmamhMKz2Mhjfw4XY.png

H2
H3
H4
3 columns
2 columns
1 column
3 Comments