SEC-S10W4: ''A terrible day of my life''

আসসালামু-আলাইকুম সবাইকে, আমি @sumon247
আছি 🇧🇩 #Bangladesh এর রাজধানী ঢাকা থেকে।

আজ - ১৩ই আষাঢ় | ১৪৩০ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল

আমার জীবনের একটি ভয়ঙ্কর দিন

এনগেজমেন্ট চ্যালেঞ্জ সিজন- ১০ এর চতুর্থ সপ্তাহ চলছে

এনগেজমেন্ট চ্যালেঞ্জগুলোতে সর্বদা নতুন নতুন টপিক পাই যা প্রশংসার দাবিদার। যাইহোক, আজকে আমি আমার এই এনগেজমেন্ট পোস্টের মাধ্যমে আমার এই বছরের সবচেয়ে ভয়ানক দিনটি নিয়ে পোস্ট সাজিয়েছি।


IMG_20230609_162622.jpg


মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। যেহেতু আমরা মানুষ, সুতরাং ভালো এবং খারাপ উভয় ব্যাপার নিয়ে আমাদেরকে জীবনে এগিয়ে যেতে হয়। তবে হয়তো, কোনো একটা দিন একটু বেশি ব্যতিক্রম হয়। যাইহোক, শুরু করছি। প্রথমত, আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এমন অভিজ্ঞতা যেনো কারো সাথে না হয়। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি।


IMG_20230623_201850.jpg


আমার পরিবারে আমরা তিনজন সদস্য। বর্তমানে ঢাকায় বসবাস করছি। আমাদের স্বামী-স্ত্রীর একমাত্র ভালবাসার মানুষ আমার প্রিয় ছোট্ট মামুনি মুনতাহা। গত ২২শে জুন অনাকাঙ্ক্ষিত ভয়ানক ঘটনা ঘটেছে আমাদের সাথে যা এখন অবধি ভোগাচ্ছে আমাদেরকে! অফিস চলাকালীন সন্ধ্যায় আমার স্ত্রী ফোন এসেছে এবং কান্না মাখা সুরে সে বলতেছিলো - মুনতাহার শরীরে টাটকা গরম চা পরেছে সে পুরে গেছে। বাবা হিসেবে কোনোভাবেই আমার ছোট্ট সোনামণি অগ্নি দগ্ধের ব্যাপারটা মানতে পারছিলাম না।


IMG_20230623_201846.jpg

IMG_20230623_141515.jpg


আমি দ্রুত পাঠাও সার্ভিস ব্যবহার করে বাসায় পৌঁছাই। প্রাথমিকভাবে আমার কাছাকাছি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে এবং অবস্থার উন্নতি না হওয়াতে পরবর্তিতে তাকে শেখ হাসিনা ন্যাশনাল অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেয়া হয়েছিল। বেশকিছু মেডিসিন লিখেছেন ডাক্তার এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট চলছে। হাসপাতাল গেলে বোঝা যায় মানুষের আর্তনাদ। আমি কখনো এই অনাকাঙ্ক্ষিত ভয়ানক ঘটনাটি ভুলতে পারবো না। যাইহোক, সৃষ্টিকর্তার কাছে দ্রুত আমার মেয়ে মুনতাহার শেফা কামনা করছি।


IMG_20230626_082939.jpg

IMG_20230626_082906.jpg


পরিশেষে সকলের উদ্দেশ্যে বলতে চাই, সন্তানের ব্যথা শুধুমাত্র পিতামাতাই ভালো বোঝেন। আমার মতে, পিতা-মাতার সঙ্গে সন্তানের বন্ধন আত্মার মতো! এজন্য জন্য সন্তানের কষ্ট খুব সহজেই উপলব্ধি করতে পারেন। সবাইকে আমি অনুরোধ করবো, আপনার সন্তানকে ক্ষনিকের জন্যেও চোঁখের আঁড়াল হতে দিবেন না। চোখের সামনে সন্তানের ব্যথা সহ্য করার শক্তি আমাদের অনেকেরই নেই। ছোট্ট একটু অসাবধানতার কারণে নানান ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

সামনে ঈদ সুতরাং, পরিবারকে নিয়ে আপনি সুস্থ থাকুন এবং তাদেরকে সুরক্ষিত রাখুন।

এই কনটেস্টে আমি অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এই প্লাটফর্মে আমার অতি পছন্দের তিনজন মানুষকে এবং তারা হচ্ছেন - @patjewell @reinamia এবং @dove11

break .png

আমার সম্পর্কে

@sumon247

আমার এনগেজমেন্ট পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RdLKNMRhTybWCoSPaykw29qAVpb5aZjVxTzqcZ7XGaw2rivnVyoNDNJRJDTwxqyubdG3VcmamhMKz2Mhjfw4XY.png

H2
H3
H4
3 columns
2 columns
1 column
12 Comments