কবিতাঃ আমার ফাগুন মাস

আসসালামু-আলাইকুম সবাইকে, আমি @sumon247
আছি 🇧🇩 #Bangladesh এর রাজধানী ঢাকা থেকে।

আজ বৃহস্পতিবার
২১শে পৌষ, ১৪২৯ বঙ্গাব্দ
৫ই জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ
১১ই জমাদিউস সানি, ১৪৪৪ হিজরি
এখন শীতকাল


আমাদের বাংলাদেশ ছয় ঋতুর দেশ। সামনে ফাগুন মাস, এবং ফাগুন (ইংরেজি, ১৩ ফেব্রুয়ারি-১৪ মার্চ) মাসকে কেন্দ্র করে আমার ছোট্ট প্রচেষ্টা। ২৫ দিন পর এই কমিউনিটিতে পোস্ট করছি এবং সামনের দিকে রেগুলার পোস্ট চালিয়ে যাওয়ার প্রত্যয়ে হাজির হলাম। যাইহোক, শুরু করছি।

কবিতাঃ আমার ফাগুন মাস


pexels-jessica-lewis-creative-1039103.jpg

কপিরাইট ফ্রি ইমেজ সোর্স


ফাগুন মাসের উষ্ণ হাওয়ায়
শীতল করে মন,
মৌ-মৌ-মৌ গন্ধে মাতায়
কৃষ্ণচূড়ার বন।

কোকিল ডাকে কুহু-কুহু
কৃষ্ণচুড়ার শাখে,
ফুলের গন্ধে মহানন্দে
অলিরা আসে ঝাঁকে।

শিউলি ফোটে আঁধার রাতে
গন্ধে মাতায় পাড়া,
সাজ সকালে শিমুল গাছে
পাখ-পাখালির সারা।

কলরবে যেন মুখরিত গাছ
পাখিরা বসায় মেলা,
ফুলের মধু চুষে খেয়ে
করে তারা খেলা।

হলুদ রঙে ঘোমটা পরে
গাঁদা ফুলের বন,
প্রজাপতি বসায় মেলা
দেখে জুড়ায় মন।

অলিরা এসে ফুলে বসে
খায় ফুলের মধু,
কলসি কাকে জল আনিতে
চলে গাঁয়ের বঁধু।

রাখাল বাজায় বাঁশের বাঁশি
সুরটা উঠে ধেয়ে,
সুরের তালে নাচে মাঠে
গাঁয়ের রূপসী মেয়ে।

সুরে সুরে মুখরিত হয়
গাঁয়ের মেঠ পথ,
ফসল বেধে গাঁয়ের চাষী
চালায় সেথায় রথ।

ঝিল্লি মুখর সন্ধ্যা-রাতে
উল্লা পোকার মেলা,
দূর আকাশে পাখনা মেলে
করে তারা খেলা।

আকাশ ভরা চাঁদরে আলোয়
জোনাকি মেয়ের খেলা,
ফাগুন মাসের মৃদু হাওয়ায়
বসায় তারা মেলা।

চারিদিকে যেন মুখরিত হয়
বাংলা ফাগুন মাস,
মৌ-মৌ-মৌ গন্ধে মাতায়
হৃদয় করে খাস।

break .png

আমার সম্পর্কে

@sumon247

আমার পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RdLKNMRhTybWCoSPaykw29qAVpb5aZjVxTzqcZ7XGaw2rivnVyoNDNJRJDTwxqyubdG3VcmamhMKz2Mhjfw4XY.png

H2
H3
H4
3 columns
2 columns
1 column
5 Comments