Doodle art (04-11-23)

বিসমিল্লাহির রাহমানির রাহিম


ডুডুল আর্ট

আসসালামু আলাইকুম। স্টিমিটের প্রানপ্রিয় বন্ধুরা, আমি হচ্ছি @tarminnupur. আমি আর্ট করতে অনেক বেশি ভালোবাসি। আমি সময় ফেলে খাতা আর পেন্সিল নিয়ে বসে যায়, আর যেকোনো কিছু আঁকা ছাড়া আমি উঠি না। যেই বলা সেই কাজ এইবার আপনাদের সাথে শেয়ার করতেছি যেই আর্ট টা তা আমার কাছে সম্পুর্ন অপরিচিত।

20231103_211939.jpg

প্রথম ধাপ

আমি প্রথমবার এইটা চেষ্টা করি, এবং আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে।
ডুডুল আর্ট হল সৃজনশীল অভিব্যাক্তির একটি রূপ যা কাগজ বা অন্যান্য পৃষ্ঠে স্বতঃস্ফূর্ত এবং প্রায়শই বিমূর্ত অঙ্কন বা নকশা তৈরি। ডুডুল আর্ট গুলি সাধারনত সহজ বা সীমাবদ্ধ নই। এটি আমি পিন্টারেস্ট এপস থেকে দেখে শিখেছি। পিন্টারেস ব্যবহার করি আমি আর্ট এর উদ্দেশ্যে। গতকাল ঠিক আগের মতোই আমি পিন্টারেস্ট দেখছিলাম হঠাৎ চোখে পড়ল এই ডুডুল আর্ট টা দেখে আমার নজরে লেগে গেলো, আর দেরি না করে প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে বসে গেলাম ডুডুল আর্টি অঙ্কন করার জন্য ।

20231103_214110.jpg

দ্বিতীয় ধাপ


ডুডুল শিল্প বিভিন্ন সরঞ্জাম এবং উপকরন ব্যবহার করে তৈরি করা যেতে পারে। অনেকে কলম, পেন্সিল, মার্কার বা ডিজিটাল ড্রয়িং টেবলেট ব্যবহার করে থাকে। কিন্তু আমি এই ডুডুল আর্টি করার জন্য ব্যবহার করেছি :

উপকরনপরিমান
পেন্সিল১ টি
ইরেজার১টি
লাল রংয়ের রং১টি
খাতা১টি
কালো রংয়ের জেল কলম১টি

উপকরনের পছন্দে ডুডুল শৈলি আর ও উন্নত হতে পারে। আমি মনে করি এটি একটি মজাদার ও আরামদায়ক কার্যকলাপ নয়। এটির মধ্যে জ্ঞানীয় সুবিধাও রয়েছে। এটি মানসিক চাপ উপশম এবং সৃজনশীলতা প্রকাশ করার উপায় ও হতে পারে। যা আমার সাথে হয়েছে। আমি ডুডুল আর্ট কখনো শিখিনাই আমি,প্রথমবার চেষ্টা করেছি, এবং এই আর্ট টি করে আমার কিছু টা ব্যতিক্রম মনে হয়েছে।

20231103_214045.jpg

অনেকে এই ডুডুল আর্ট কে,শিক্ষার হাতিয়ার হিসাবে ব্যবহার করেন। যারা আমার পোস্টটি পড়বেন এবং দেখবেন আর যারা আর্ট পারেন, আমি আপনাদেী উৎসাহিত করতেছি আপনারা একবার চেষ্টা করে দেখবেন ।

20231103_214723.jpg

সর্বশেষ ধাপ


কারন এটি তথ্য ধারন ও ব্যস্ততায় ও আপনাকে সাহায্য করতে পারে। আজকে এই পর্যন্ত আমার ব্লগ, পরের দিন অন্য একটা আর্ট নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। আমার পোস্ট এবং আর্ট কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু ।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xyWsw1kHnXVkn7Qp6hme6bwxmeXAsiaziMYqPesnvAxBKoZxpvAxoJGLfGnEUeMr1gEv2DbujLXro4ihMK4nci7VnRSHt.png

ধন্যবাদ সময় নিয়ে আমার পোস্টি পড়ার জন্য

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81MCP6ugX7yWeWcxn2MMsarjSzWcGL9XMAFbMkct8JgtxUx5PHU4YyDK9gKnaafXk3NoHgGZH4AU3GBcwTNZiEj7.gif

H2
H3
H4
3 columns
2 columns
1 column
8 Comments