papercraft ||23-05-2023||Paper wall hanging flowers

আসলামুআলাইকুম কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি কাগজের তৈরি একটি ফুল আপনাদের সঙ্গে শেয়ার করব।আশা করি আপনাদের খুব ভালো লাগবে।

InShot_20230522_230511440.jpg

প্রথমে আমরা একটি সাদা কাগজ নিব সেটিকে ২ ইঞ্চি করে কেটে নিব। তারপর সেই সাদা কাগজটিকে মরিয়া আমরা লম্বা লাঠির মতন তৈরি করে নিব। এভাবে আমরা ছয়টি লাঠি তৈরি করে নিব। এবারে লাঠি দিয়ে আমরা একটি ঘরের মতন ফ্রেম তৈরি করব। সব জায়গায় একটা শুধু নিচে দেবো দুইটা কাঠি।

InShot_20230522_230224880.jpg

এবার আমরা সাদা আরও একটি কাগজ নেব যেটি ক্যামেরা ৬×৬ ইঞ্চি করে কেটে নিব। এবার এটিকে আমরা তিন কোনা বাস করে নিব তিনবার। তারপর এটিকে ফুলের পাপড়ি শেপ দিয়ে কেটে নিব। এভাবে আমরা দুইটি পাপড়ি কেটে নিব। আর দুটিকে ২৮ সাহায্যে একসঙ্গে লাগিয়ে দেবো। এবার লাল রঙের কাগজ নিব যেটি আমরা হাফ ইঞ্চি করে কেটে নেব। এবার সেটিকে মাস থেকে ডাবল ভাঁজ দিয়ে উপর থেকে কুচি কুচি করে কেটে দিব। এমন ভাবে কাটতে হবে যেন শেষ অবধি না যায় কাগজটি একদমই দুই টুকরো না হয়ে যায। এবার সেটিকে আমরা যে ফুল বানিয়েছিলাম সেই ফুলের মাঝে বসিয়ে দিব ।

InShot_20230522_230328747.jpg

এবার আমরা সাদা এবং লাল রঙের দুইটা হার্ট সেপ কেটে নিব। সাদাটা যতটুকু হার্টের সেপ কাটবো লালটা তার থেকে একটু ছোট করে কাটবো এবং আঠার সাহায্যে সাদাটার মাঝে লাগিয়ে দিব। এভাবে চারটি হার্ড বানিয়ে নিব। এবার লম্বালম্বা করে চার টুকরা সাদা কাগজ কেটে নিব। যেন হাট গুলা ওই লম্বা লম্বা সাদা কাগজের সঙ্গে আমরা ঝুলিয়ে দিতে পারি। এবার ঐ লম্বা কাগজের সঙ্গে হার্ট গুলো আমরা আঠা দিয়ে লাগিয়ে দিব।

InShot_20230522_230256702.jpg

প্রথমে আমরা যে ঘরটি বানিয়ে নিয়েছিলাম এবার সেই ঘরের নিচে দিকে আমরা ফুল তিনটি বসিয়ে দিব আঠা দিয়ে। তারপর আমরা যে হার্ট শেপ এর চারটি হাট বানিয়ে নিয়েছিলাম সে হাট চারটি থেকে তিনটি আমরা ফুলের নিচে এমন ভাবে বসিয়ে দিব যেন মাঝেরটা একটু লম্বা হয় এবং দুই সাইডে টা একটু ছোট হয়। আর বাকি যে একটা হারসিপ থাকে সেটি আমরা ঘরের মাঝে ঝুলিয়ে দিব।

InShot_20230522_230534472.jpg

এদিকে তৈরি করে আপনারা আপনাদের ঘরের দেয়ালে টা নিয়ে রাখতে পারবেন। এটি দেখতে অনেক সুন্দর হয়।আর দেয়ালে টানানোর পর আরো বেশি সুন্দর লাগে।

IMG_20230522_221011.jpg

আশা করি আমার আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে।

ধন্যবাদ সকল বন্ধুদের আমার পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য।

AB
পোস্টের ধরনকাগজের তৈরি ফুল
তৈরিকারক@juli009
ডিভাইসvivo y12s
লোকেশনবাংলাদেশ
H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments