Achievement 1|| My Introduction in Steemit || 21-November -2023

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম।

আমার সংক্ষিপ্ত পরিচয়

আজকের তারিখ:
২১/১১/২০২৩
একুশে নভেম্বর দুই হাজার তেইশ

ভূমিকা

IMG_20231121_155919.jpg

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি মনিকা ইসলাম,এই স্টেমিট প্লাটফর্মে নতুন জয়েন হতে যাচ্ছি।তো আমি মনে করি,যে সময় টুকু আমি, বন্ধু বান্ধব এর সাথে এবং ফেসবুকে দিই সেই সময় টুকু আমি আপনাদের সাথে কাটাতে চাই।এই প্লাটফর্মে থেকে আমার সামনের লক্ষ্যে পৌঁছাতে চাই। তবে বন্ধুরা আমার প্লাটফর্মে তেমন কোনো কিছু ধারণা ছিল না আমার খালা শ্বাশুরির মেয়ে মানে আমার ননদ @afrinn। অনার কাছ থেকে আমি সব জানি।তো প্লাটফর্মে কথা শুনে আমার উৎসাহ বারলো এবং ভালো লাগলো।
এবং এই প্লাটফর্মে বেশ কিছু দিন সময় দিয়ে সকল কার্যক্রম গুলো দেখে থাকি। সেজন্য এই প্লাটফর্মে আমার নিজের অভিজ্ঞতাটুকু শেয়ার করতে যাচ্ছি । আশা করি সবাই আমাকে এই প্লাটফর্মে আমার সময় টুকু আমার কার্যক্রম গুলো চালিয়ে যাওয়ার জন্য সকল প্রকার কাজে আমাকে সাহায্য করুন।

আমার পরিচয়

আমি একজন স্টুডেন্ট এবং হাউস উয়াইফ।
আমার বয়স ১৮ পরছে নভেম্বর দশ তারিখ দুই হাজার তেইশ। আমার নিজের পরিবারের আমি একাই , আমার ভাই ও নেই বোন ও নেই। আমার বাড়ি টাংগাইল, রসুলপুর। আমি ক্লাস নাইনে পড়ি তখন আমার বিয়ে হয়েছে। আমি রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় লেখা পড়া করছি।

IMG_20230923_100845.jpg

বিবাহিত জীবন

আমার ছোট একটি সংসার আছে। আমার পরিবারের সদস্যদের সংখ্যা ৪ জন, আমি আমার স্বামী, আমার শ্বাশুড়ি এবং আমার শ্বশুর। তাদের নিয়ে আমার পরিবার।

IMG_20230727_230936.jpg

আমার ইচ্ছে গুলো

আমার খুব ইচ্ছে ছিল আমি কোনো একটি জব করবো , সেটা বিয়ে হওয়ার পর সেই ইচ্ছা পূরণ হয়নি ‌। আমার ইচ্ছে ছিলো যে নিযের পায়ে দাঁড়িয়ে ভদ্র একজন ছেলে কে বিয়ে করবো ,সেটাউ হয় নি। তাছাড়া এই প্লাটফর্মে কথা যখন আমি জানি একটা ভালো লাগা শুরু হয়। কারণ এই প্লাটফর্মটী সব তরুণদের অনুপ্রেরণার এর মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। তাই এই প্লাটফর্মে আমার কাজ করার আগ্ৰহ বেরে গেছে। আগে যতটুকু আমি ফেসবুকে সময় কাটিয়েছি এখন সেই সময় টুকু আমি প্লাটফর্মে দিয়ে আমি সামনের লক্ষ্যে পৌঁছাতে পারবো, ইনসআল্ল।

IMG-20231121-WA0000.jpg

https://tinyurl.com/3x4jftdm

আমার ভালো লাগা

আমি সব সময় পরিবারের কথা মতো চলতে ভালোবাসি,গান গাইতে ভালোবাসি, আমি রান্না করতে ভালোবাসি, সবার সাথে মিলে মিশে থাকতে ভালোবাসি, আমার স্বামী সাথে ঘুরতে যাওয়া ভালোবাসি, এবং বিয়ের আগে মা-বাবার এবং বিয়ের পর স্বামীর কথা শুনতে ভালোবাসি। আমি কাগজের তৈরি ফুল বানানো পছন্দ করি।এই হলো আমার ভালো লাগা।

IMG_20230802_173750.jpg

আমার প্রতি দিনের কাজ

সকাল বেলা ঘুম থেকে উঠে আমি ঘর সুরি এরপর বাহিরে দুয়ার সুরি এবং থালা বাটি ধুয়ে ঘরে নিই। এরপর আমি কিছু মুরগি পালন করি, সেগুলো কে খেতে দিই এবং তাদের যত্ন নিই। এরপর নিজে হাত মুখ ধুয়ে পরিপাটি হয়ে রান্না কাজে আমার শ্বাশুড়ি কে সাহায্য করি। তারপর রান্না শেষে সবাই এক সঙ্গে খাওয়া দাওয়া শেষ করি এবং আবার থালা বাটি ধুয়ে টেবিলে রেখে দিই। তাদের সাথে আমার সুন্দর সময় কাটে।আর এর মাঝে যতটা সময় পাই সেই সময় টুকু আমার বন্ধু বান্ধব এর সাথে সময় কাটাই ।

IMG_20231121_180125.jpg

উপসংহার

পরিশেষে একটি কথা বলতে পারি যে এই প্লাটফর্মে আমার কায্কলাপ আমার অভিজ্ঞতা এবং আমার সময় টুকু সবার সাথে ভাগ করে নিতে চাইন সেজন্য আমরা সাহায্য সহযোগিতা এবং সবার সাপোর্ট চাচ্ছি আর আমার আডিটা ভেরিফাই করতে সকলেই সহযোগিতা এবং সাপোর্ট করবেন।আর আমার জন্য সবাই দোয়া করবেন। এখানেই আমি আমার পরিচয় শেষ করছি। সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ।

CC. @ripon0630
@msharif

আমার পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ

H2
H3
H4
3 columns
2 columns
1 column
11 Comments