Announcing The New Contest Concept ADDA || Keep your Happy Memories Ready

adda.jpg


Today I will share with you a new competition idea. In fact, for those of us who are working on Steem and trying to make our time very enjoyable, there must have been some memories of Steem. We want to create some nice ADDA moments with those memories.

আজ আমি আপনাদের সাথে নতুন প্রতিযোগিতার ধারনা শেয়ার করবো। আসলে আমরা যারা স্টিমিটে কাজ করছি এবং আমাদের সময়গুলোকে দারুনভাবে উপভোগ্য রাখার চেষ্টা করছি, স্টিম নিয়ে কম বেশী সকলের মাঝে কিছু স্মৃতি অবশ্যই তৈরী হয়েছে। আমরা সে স্মৃতিগুলোকে নিয়ে চমৎকার কিছু আড্ডার মুহুর্ত তৈরী করতে চাই।


Our memories are not always good, sometimes just as they are very happy, some memories are also food. However, we would like to spend some wonderful time with your memories and let everyone know your memories.

আমাদের স্মৃতিগুলো সব সময় ভালো হয় না, মাঝে মাঝে যেমন সেগুলো খুব আনন্দের হয়ে থাকে ঠিক তেমনি কিছু কিছু স্মৃতি আবার খাবারও হয়ে থাকে। তবে যাইহোক আমরা আপনার স্মৃতিগুলোকে নিয়ে চমৎকার কিছু সময় ব্যয় করতে চাই এবং আপনার স্মৃতিগুলোকে সবাইকে জানাতে চাই।


There is a very common word in our country related to this, the word is ADDA, we want to express your memories with this ADDA idea, organize a series of competitions and evaluate the memories by giving Steem prizes.

আমাদের দেশে একটি শব্দ বেশ প্রচলিত রয়েছে এই সম্পর্কিত, শব্দটি হলো আড্ড, আমরা এই আড্ডার ধারনাটিকে নিয়ে আপনাদের স্মৃতিগুলো প্রকাশ করার জন্য, ধারাবাহিক প্রতিযোগিতার আয়োজন করতে চাই এবং স্মৃতিগুলোকে মূল্যায়িত করতে চাই স্টিম পুরস্কার দেয়ার মাধ্যমে।


So with the word ADDA on the steam platform, we want to bring your good or bad memories to the fore and we want to guide newcomers in this regard, so that they can avoid bad experiences and acquire good experiences more strongly.

সুতরাং স্টিম প্লাটফর্মে আড্ডা শব্দটিকে আমরা সামনে রেখে, আপনাদের ভালো কিংবা খারাপ স্মৃতিগুলোকে সামনে আনতে চাই এবং এ ব্যাপারে আমরা নতুনদের দিক নির্দেশনা প্রদান করতে চাই, যাতে তারা খারাপ অভিজ্ঞতাগুলোকে এড়িয়ে যেতে পারে এবং ভালো অভিজ্ঞতাগুলোকে আরো শক্তভাবে অর্জন করতে পারে।


Therefore, keep your memories ready, to create some special moments with everyone. We'll be back next Tuesday, with the first episode of the new contest on 'ADDA '.

অতএব, আপনার স্মৃতিগুলোকে প্রস্তুত রাখুন, সকলের সাথে বিশেষ কিছু মুহুর্ত তৈরীর করার জন্য। আগামী মঙ্গলবার আমরা ফিরে আসবো, ‘আড্ডা` নিয়ে নতুন প্রতিযোগিতার প্রথম পর্ব নিয়ে।


Cover Image


Thanks all.
@hmetu


Leader Banner-tania.jpg
Fllow Me On Other Sides
|Twitter| Instagram |YouTube|


Promo-2.gif

H2
H3
H4
3 columns
2 columns
1 column
6 Comments