My Original Bengali Poem - এখানে মৃত বসন্ত রাত্রি জাগে


যতগুলো মেঘ আজকে জমা হলো তারা টিকে থাকুক
যদ্দিন আমি বর্ষণমুখর সন্ধ্যা না চাইছি হে ঈশ্বর
আমাকে করুণা দান কর আমাকে শক্তি সরবরাহ করো
আমি নিজেকে বাজি ধরেছি হতে নিজেই নিজের অধীশ্বর।
যে কখনো আমার ঘাড় বরাবর হতেই পারেনি সেই
সুযোগ পেয়ে বাঁকা হাসি শুনাচ্ছে হে মালিক কি হাস্যকর
তোমার এই দুনিয়াদারি!আমি হাসি তখন অনেকটা রাত
গভীর।আমার চিন্তায় তোমার সমাজ ভয়াবহ আপত্তিকর।
অন্ধকার রাত্রে আমি আর্ত নিবেদন জানাই আহত কোকিলে
একবার ডেকে উঠুক বসন্তের মৃদু হাওয়ার আনন্দ ছন্দে
মৃত বসন্ত আজ বেঁচে থাকুক ওর উষ্ণ গভীর নিঃশ্বাসে
আমার একান্ত বিশ্বাস ভালোবাসার হাট কাটে পোড়া দ্বন্দে।

মেয়েটি মরীচিকা হতে পারেনি সত্যি তবে সে ছিল রাক্ষসী
আমার সকল সৃজনশীলতা সে পুড়িয়ে দিলো তার রহস্যে
আমার আগুনে পড়ার অদম্য ঘোরে আমি আজ জীবনামমৃত
তাই সে আজ খবর পাঠালো অর্বাচীন কে নিজস্ব সহাস্যে,
আজ এখানে মৃত বসন্ত জাগে প্রতি রাতের ধাপে ধাপে
আমার পুণ্য আজ উদ্ভাসিত হলো কাব্য আলাপে।

 I already published this poem on my blog :  http://www.bangla-kobita.com/sujoy12/post20170331064339/

image credit

H2
H3
H4
3 columns
2 columns
1 column
3 Comments