My Original Bengali Poem - এলোমেলো আমার

 এলোমেলো শব্দগুলি জড়ো হতো
ভুলভাল কথা কিছু হয়ে গেছে বলা
এখন বন্ধ হওয়া উচিত এই পাগলামি
আবার চলা শুরু সেই ভীষণ একঘেয়েমি। 

আমার নৌকো ভিড়বে কি তীরে
বেলাশেষে ফেরা পাখিদের নীড়ে
তবে তাই হোক যা হবার আছে
এখনো একটি সবুজ পাতা গাছে। 

আজকে ছুটি নিল আবোল তাবোল
যত ছিল অর্থহীন লেখালিখির ধরন
সবই শেষ হলো সব রকম বিচলতা
আজ থেকে লিখব না আর কবিতা। 


image credit

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment