My Original Bengali Poem - শীত

enter image description here
image credit

শীত কুহেলির অভেদ্য চাদরে
অস্থায়ী আস্তরণ
হঠাৎ মনে পড়া পুরোনো কিছু স্মৃতির
শীতল অনুরণন।
ফেলে আসা দিন যেন কষ্ট ও রঙিন
অনুভূতি বিরল
বর্তমানে দাম দিতে প্রস্তুত যা খুশি
ইচ্ছে প্রবল।

আর কিছু দিন পর ধান উঠবে
কৃষকের ঘরে
তাই শুরু হয়ে যেত পরিকল্পনা
নতুন করে।
আমরা ক’জন সবে মিটিয়েছি
পরীক্ষার দায়
এখন কয়েকদিন ছয় চারের হিসাব
আউটের রায়।

শীত শীতলে জেগে উঠেছে স্মৃতির রং
ধানের শীষের সোনায়
আর একবার কি পাওয়া যায় না ফেরত
কোনো অদ্ভুত কায়দায়।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments