An original bengali poem: সূর্য মামা

VSxsyxs7.jpg
Image credit google search.

সূর্য মামা, সূর্য মামা
তোমার কি নেই জামা?
গায়ে নেই কোনো অঙ্গসজ্জা,
মামা তোমার কি, করে না লজ্জা?
তোমার জামা কি সব গেছে ছিঁড়ে,
তোমাকে নতুন জামা দেব,
যদি আসতে পারো মোর ঘরে।
Clipart-sun.png
Image credit google search.

ভাগ্নে তুমি আমার সম্পর্কে নাহি জানো,
আমার কথা এখন মনোযোগ দিয়ে শোনো।
আমি জামা পড়তে পারব না কোনোদিন,
আমার তাপে সব জামা হয়েছে লীন।
তোমাদের মঙ্গল হবে আমি থাকলে দূরে,
কাছে এলে পৃথিবী ধ্বংস হবে চিরতরে।

তোমার কথা বুঝতে পেরেছি মামা,
ভূল বলার জন্য আমাকে করো ক্ষমা।
তুমি তো জানো, আমি তোমার অবুঝ ভাগ্নে,
তোমায় দেখতে ভালো লাগে উষা ও গোধূলি লগ্নে।
তোমার জন্যই পৃথিবীতে এসেছে প্রাণ,
তুমি আমাদের কাছে সাক্ষাৎ ভগবান।

ভাগ্নে এসব বলে আমায় দিও না লাজ,
পৃথিবী রক্ষা করা আমার প্রধান কাজ।
ভাগ্নে, তাহলে আজকের মত জানাই বিদায়,
সন্ধ্যা প্রায় হয়ে আসছে
দক্ষিণ গোলার্ধে যেতে হবে,
নইলে 'তারা ' পড়বে সমস্যায়।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment