৩০,০০০ স্টিম পাওয়ার পূর্ণ | 6X Dolphins 🐬 | ৫০ স্টিম পাওয়ার আপ


dolphin-906176_1280.jpeg

Made with Snapseed | Image: Pixabay

নমস্কার,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে আমার বছরের ৪৫ তম পাওয়ার আপ পোস্ট নিয়ে হাজির হয়েছি এবং আনন্দের সাথে লিখছি আমার আজকের পাওয়ার আপের মধ্য দিয়ে আমি ৩০,০০০ স্টিম পাওয়ার পূর্ণ করে ফেলেছি।

আমার স্টিমিট যাত্রার শুরু থেকেই আমি পাওয়ার আপ করে আসছি তবে সেটা নিয়মিত রূপে শুরু করি আমার বাংলা ব্লগে ২০২২ সালের টার্গেট ডিসেম্বর-২ সংযুক্ত হওয়ার পর। ২০২২ সালে ১০,০০০ SP র লক্ষ্যমাত্রা নিয়ে টার্গেট ডিসেম্বরের পথ চলা শুরু করি। তারপর প্রতিনিয়ত অল্প অল্প পাওয়ার আপ করে ১৭-ই এপ্রিল ২০২২ তারিখে আমি সেই লক্ষ্যে পৌঁছই। প্রথম লক্ষ্যে পৌঁছে যাবার পর ফের নতুন লক্ষ্য নিয়ে আমি সামনের দিকে এগোতে থাকি। যার ফল স্বরূপ ২০২২ সালেই ট্রিপল ডলফিন হতে সক্ষম হই। আর এসব কিছু সম্ভব হয়েছে ফ্যান্টম দা র আশীর্বাদআমার বাংলা ব্লগ -এর ভালোবাসায়।

২০২৩ সাল শুরু হওয়া মাত্র টার্গেট ডিসেম্বর-৩ এ নিজের সামনে নতুন লক্ষ্যমাত্রা রাখলাম। সেই লক্ষ্যমাত্রা ঠিক রেখে নতুন রূপে ফের পাওয়ার আপের পথচলা শুরু করলাম। বছরের শুরুতে আমার লক্ষ্য ছিলো, ২৫০০০ SP বা ফাইভ ডলফিন। বিগত ১৫-ই জুলাই তারিখে সেই লক্ষ্য পূর্ন করে ফেলি এবং নিজের সামনে নতুন লক্ষ্য রাখি ৩০,০০০ SP র।


আজ পাওয়ার আপ করার পূর্বে আমার অ্যাকাউন্টে স্টিম পাওয়ার ছিলো ২৯,৯৬৫ SP। ৫০ স্টিম পাওয়ার আপ করার পর আমার স্টিম পাওয়ার গিয়ে দাড়ালো ৩০,০১৫ SP তে।


আমার আজকের পাওয়ার আপ করার মুহূর্ত!

পাওয়ার আপ প্রক্রিয়া

  • আজকের পাওয়ার আপের পূর্বে আমার SP ছিলো ২৯,৯৬৫। (Before Power Up my Steem Power was 29,965 SP)

Screenshot_20231111-114623.png


  • ৫০ স্টিম পাওয়ার আপ করার মুহূর্তে। (Powered Up 50 STEEM)

Screenshot_20231111-114710.png


  • পাওয়ার আপের পর আমার SP হলো ৩০,০১৫। (After Power Up my Steem Power is 30,015 SP)

Screenshot_20231111-114727.png




IMG_20220926_174120.png

Vote bangla.witness

H2
H3
H4
3 columns
2 columns
1 column
12 Comments