Better Life with Steem || THE DIARY GAME || 14/10/2023 ||The final match of our area football tournament🥇⚽🏆

আসসালামু আলাইকুম।

img_1697437283077.jpg

বন্ধুরা সবাই কেমন আছেন ?আশা করি ভাল আছেন আজকে আমি আপনাদের মাঝে আবার চলে এসেছি আমার নতুন কাটানো সুন্দর একটি দিন নিয়ে। আজকে আমি বেশ ভালো সময় কাটিয়েছি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার বেশ ভালো লাগছে আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

আজকে আমি ঘুম থেকে উঠলাম প্রায় সকাল আটটা বাজে। ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হলাম। এরপর রেডি হয়ে ব্যাগ গুছিয়ে চলে গেলাম আমার কোচিংয়ে। ওখানে পড়া শেষ করে আসলাম দশটা বাজে আসার সময় আমি আমার জন্য পাশে একটি দোকান থেকে ডালপুরি আর আলুর চপ কিনে আনলাম কারণ আমি সকালে নাস্তা করে যাইনি। এরপর বাসায় এসে আমি আমার রুমে গেলাম রুমে গিয়ে নাস্তাগুলো খেলাম এরপর আমি শুয়ে শুয়ে কিছুক্ষণ মোবাইল দেখলাম। তারপর আবার 11 টার দিকে আব্বু আমাকে কল দিয়ে একটু দোকানে যেতে বলল আব্বুর নাকি বাহিরে কাজ আছে এজন্য। তো এরপর আমি দোকানে গিয়ে বসলাম ওখান থেকে আসলাম একটা ১০ বা ২০ এর দিকে। এসে জামা কাপড় চেঞ্জ করে গোসল করলাম। এরপর আমি আমার ভাই বোনের সাথে বসে বসে টিভি দেখলাম এই কিছুক্ষণ পরেই আম্মু সবাইকে ডাক দিল দুপুরের খাবার খাওয়ার জন্য আজকে দুপুরে আলু ভর্তা ডাল রান্না করেছে আলু ভর্তা একসাথে ডাল খেতে বেশ ভালোই লাগে। এরপর আমি খাওয়া-দাওয়া শেষে উঠে চলে আসলাম আমার রুমে রুমে এসে শুয়ে পড়লাম কিছুক্ষণ রেস্ট করলাম ।

IMG_20231014_184421_363.jpg

এরপর বিকেল বেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম আমাদের স্কুল মাঠে। কারণ এখানে আজকে শেখ কামাল স্মৃতি সংসদ এর আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ছিল। এক টিম হল Manchester United vs PSG এই দুই টিম টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। আমি ছিলাম ম্যানচেস্টার ইউনাইটেডের সাপোর্ট কারণ ওই টি মে আমার বন্ধু মমিন খেলছিল । আমিও এই টুর্নামেন্টের অংশগ্রহণ করেছিলাম কিন্তু আমাদের টিম ফাইনালে যেতে পারেনি। তাই আজকে বন্ধুর ফাইনাল খেলা দেখতে আসলাম। এর কিছুক্ষণ পরেই জাতীয় সংগীত দিয়ে শুরু করে খেলা আরম্ভ হয়ে গেল। খেলা শুরু হওয়ার পর দোনো দলের প্লেয়ার বেশ ভালই খেলছিল একে অপরকে একটু ছাড় দিচ্ছিল না। প্রথমে তো পিএসজি অনেকগুলো অ্যাটাক করছিল কিন্তু একটিও গোল দিতে পারেনি। এরপর রেফারি হাফটাইমের বাঁশি দিল খেলা ছিল ২০ মিনিট পরে ৪০ মিনিট। হাফটাইমের পর ম্যানচেস্টার ইউনাইটেড ও কিছু অ্যাটাক দিল কিন্তু কোন গোল আসেনি এভাবেই চলছিল খেলা। এরপর অধিদপ্তর সময় দিল রেফারি কিন্তু তাও কোন গোল না হওয়ার কারণে পরে খেলা চলে গেল পেনাল্টি শুট আউটে। পেনাল্টিতে কখনো ই শর্ট করল পিএইচডি টিমের আকাশ কিন্তু তার শর্ট এ গোল হলো না। ম্যানচেস্টার ইউনাইটেড টিম থেকে সোহেল একটি গোল করল তারপর পিএসজি টিম আবার মিস করলো এরপর ম্যানচেস্টার ইউনাইটেড আরো দুইটি গোল করল এভাবেই ম্যানচেস্টার ইউনাইটেড টুর্নামেন্টের বিজয়ী হলো।

IMG_20231014_162440_710.jpgIMG_20231014_162431_626.jpg
IMG_20231014_161141_117.jpgIMG_20231014_155820_593.jpg

ম্যানচেস্টার ইউনাইটেড জেতার পর সবাই আনন্দ উল্লাসে মেতে উঠল এবং স্পিকারে অনেক জোরে গান লাগিয়ে দিল সবাই বেশ আনন্দ করল নাচানাচি করলো কিছুক্ষণ পরেই। টুর্নামেন্ট এর প্রধান অতিথি দেবাশীষ পাল দেবু। এবং বিশেষ অতিথি নাইদুল ইসলাম ফটিক। এনারা দুজন চ্যাম্পিয়ন দলের হাতে প্রাইস মানি এবং কাপ তুলে দিল। প্রাইস মনে ছিল চ্যাম্পিয়ন দলের জন্য সাত হাজার টাকা। আর রানার্সআপ দলের জন্য 5000 টাকা তার সঙ্গে কাপ আর মেডেল। এরপর সবাইকেই একে একে মেডেল করিয়ে দিল এবং সবাই বেশ আনন্দ করল। এরপর দুনদল একসাথে ফটোগ্রাফি করল। বেশ ভালোই হয়েছে এই টুর্নামেন্ট ওর কাছে তো অনেক ভালো লেগেছে। এরপর সন্ধ্যার দিকে আমি বাসায় চলে গেলাম।

IMG_20231014_172507_273.jpgIMG_20231014_172253_401.jpg
IMG_20231014_172138_653.jpgIMG_20231014_172130_882.jpg

বাসায় গিয়ে আমি মুখ হাত ধুয়ে ফ্রেশ হলাম এবং নাস্তা খেয়ে কিছুক্ষণ টিভি দেখে পড়তে বসে গেলাম। এই ছিল আমার কাটানো অন্যতম সুন্দর একটি দিন ।আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোষ্ট টি দেখার জন্য।
H2
H3
H4
3 columns
2 columns
1 column
4 Comments