Better Life with Steem|| The Diary Game||13 january 2024||my lifestyle

  • সুন্দর একটি দিনের গল্প
  • ১৩ জানুয়ারী,
  • রোজ শনিবার
Picsart_24-01-13_22-32-12-232.jpg

Hello everyone

সকাল বেলা

আজকের সারা দিনের কার্যক্রম গুলো আমাদের সাথে শেয়ার করার জন্যে চলে আসলাম।আজ সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে, ফ্রেশ হয়ে কিচেনে চলে গেলাম, সকালের নাস্তা তৈরি করার জন্য। আজকের সকালের নাস্তায় ছিল সবজি ও রুটি। আমি আজ একটু দেরি করেই নাস্তা করেছি। কারণ খুব সকালে ঘুম থেকে উঠেই চা বিস্কুট খেয়েছিলাম তাই খিদে লাগছিল না। সেজন্য আমি একটু দেরি করে ই সকালের নাস্তা খেয়েছিলাম।

IMG20240113113924.jpg

দুপুর বেলা

এখন বেলা তো খুব ছোট। তাই সকালের নাস্তা শেষ করে দুপুরের রান্না বান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এদিকে রান্নার ফাঁকে ফাঁকে রুমগুলো ও গুছিয়ে ফেললাম। রান্না শেষ করে, কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম তাই ব্লেন্ড করার জন্য রেডি করলাম। চাল গুলো রেডি করে দুপুরে খাবার খেয়ে নিলাম।

IMG20240113121138.jpg
IMG20240113145213.jpg
IMG20240113161314.jpg

দুপুরের খাবার খেয়ে খুব শীত লাগছিল, ভাবলাম একটু রেস্ট নেব, পরক্ষণে ই চিন্তা করলাম, যদি রেস্ট নেই তাহলে আর এই কাজটা করা হবে না। তাছাড়া আগামীকাল স্কুল আছে, তাই ভেবে আর রেস্ট নিলাম না, চাল গুলোকে ব্লেন্ড করে ফেললাম। এদিকে আসরের আযান দিয়ে দিল, তাই আসরের নামাজ আদায় করে নিলাম। এরপর কয়েকটি বড়ই এবং পেয়ারা লবণ মরিচ দিয়ে কম্বলের ভিতর বসে বসে খেলাম। আমার মনে হচ্ছিল পুরো শরীর বরফ হয়ে গিয়েছে, তাই কম্বলের ভেতর কিছুক্ষণ রেস্ট নিলাম।

বিকেল বেলা

IMG20240113163936.jpg
IMG20240113163922.jpg
IMG20240113164139.jpg

ছাদে কিছু কাপড় ছিল,সে গুলো কে আনার জন্য বিকেল বেলা ছাদে গেলাম, ছাদে গিয়ে দেখি আমি যে নতুন ধনিয়া পাতা বুনেছি তা নতুন করে চারা গজিয়েছে , তাই একটি ছবি তোলে নিলাম তাছাড়া বিকেলের দৃশ্য টি ও খুব সুন্দর লাগছিল। যেহেতু আজ সারাদিনে রোদ ওঠেনি তাই কাপড় গুলো শুকায় নি, তাই এই ভেজা কাপড় নিয়ে এসে বারান্দার তারে নেড়ে দিলাম।এর পর বাসায় বড় মেয়ের বান্ধবী আসছে, তাই ওদের জন্য নাস্তা বানালাম। ওদের নাস্তা দিয়ে এক ভাবীর বাসায় গেলাম,ওনি অনেক দিন যাবৎ দেশের বাড়ীতে ছিলেন, কারন ওখানে বাড়ী তৈরি করছেন।সাহেব সামনের বছর অবসরে যাবেন,তাই দেশের বাড়িতে নতুন করে বাড়ি তৈরি করছেন। অনেকক্ষণ কথা বললাম, দুজনে মিলে,এই ফাঁকে ভাবী নুডুলস রান্না করে ফেলল, আমার জন্য,ওনি ও খেয়েছেন আমার সাথে, গল্প করছিলাম আর গরম গরম নুডুস খেলাম, সাথে চানাচুর মাখা ও দিল।ভাবি আবার বলল,নুডুসের সাথে চানাচুর মাখা মিশিয়ে খেতে,তাই আমি একসাথে মিশিয়ে খেলাম, আমি অবশ্য আগে কখনো খাইনি এভাবে।তবে ভালই লাগছিল খেতে।

রাতের বেলা।

রাতের বেলা সবার জন্য খাবার রেডি করে, কিছু কাজ ছিল তা সেরে নিলাম। এবং সব কাজ শেষ করে পোস্ট লিখতে বসলাম। আমি রাতে সাধারণত খাই না।আর আজ তো আর খাব না। কারন ভাবীর বাসা থেকে নুডুস খেয়েছি তাই পেট একেবারে ভরপুর।

IMG20240113195458.jpg
IMG20240113195005.jpg

তো এই ছিল আমার আজকের যাবতীয় কার্যক্রম গুলো। যা আমি আমার মতো করে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা রাখি আপনাদের ভালো লাগবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটি সময় ও ধৈর্য্য নিয়ে পড়ার জন্য। বন্ধুরা আজ এই পর্যন্তই থাক আবার ও আসব নতুন কিছু নিয়ে ,একটু নতুন ভাবে। সে ই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বপরি মনের যত্ন নিবেন বন্ধুরা কেমন।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
21 Comments