"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -০৫ ( স্ট্রীটফুড রিভিউ প্রতিযোগিতা ) || "Amar Bangla Blog" Contest - 05 (street food review contest )

Contest-5.png

সবাই কমবেশি স্ট্রিটফুড অর্থাৎ রাস্তার খাবার পছন্দ করে। বিশ্বব্যাপী স্ট্রীট ফুডের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে । স্ট্রিট ফুড হলো হকার, বা অস্থায়ী দোকানদারদের দ্বারা, রাস্তায় বা অন্য কোন পাবলিক প্লেসে যেমন বাজার বা মেলায় বিক্রি করা খাবার বা পানীয়। এটি খুব সহজলভ্য। এটি স্থানভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে। আবার কিছু স্ট্রিটফুড আঞ্চলিক। কিন্তু প্রত্যেকেরই নিজস্ব পছন্দের একটি তালিকা আছে। আমরা চাই আপনি আপনার প্রিয় স্ট্রিটফুড সবার সাথে শেয়ার করেন এবং এটির একটি পর্যালোচনা অর্থাৎ রিভিউ দিন। এই প্রতিযোগিতাটি অসাধারণ হতে চলেছে।

আমরা যখন কোথাও যাই তখন রাস্তার পাশে যদি স্ট্রিটফুড দেখি তাহলে লোভ সামলানো কঠিন হয়ে পরে। আপনি আপনার ঘনিষ্ঠজন, ভাইবোন, পরিবারের সাথে রাস্তার খাবার উপভোগ করতে পারেন। আপনি যদি সেই মুহুর্তটি সবার সাথে ভাগ করেন, আপনার মুহূর্তটি দুর্দান্ত হবে। আসুন সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। নিজে অংশগ্রহণ করুন এবং অন্যকে উৎসাহিত করুন।আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।

প্রতিযোগিতার বিষয়ঃ স্ট্রিটফুড রিভিউ (রাস্তার খাবার পর্যালোচনা)

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে:

  • যেকোনো একটি নির্দিষ্ট রাস্তার খাবারের দোকানে যেতে হবে।

  • আপনি যে দোকানে গিয়েছিলেন তার একটি ছবি দিতে হবে।

  • দোকানের ছবির সাথে গুগল প্লাস লোকেশন কোড বা What3words লোকেশন কোড , যুক্ত থাকতে হবে।

  • এরপর আপনার পছন্দমত একটি খাবার বাছাই করুন এবং সেটি আপনার হাতে নিয়ে একটি সেলফি তুলুন। ( যদি কোন মেয়ে তার চেহারা দেখাতে না চায় সেক্ষেত্রে সেলফি না দিলেও হবে। তবে পূর্বে কোন পোষ্টের মধ্যে যদি তার ছবি শেয়ার করে থাকে, সে ক্ষেত্রে তার সেলফি দিতেই হবে )

  • খাবারের একটি পরিষ্কার ছবি নিন এবং তার বিবরণ দিন।

  • কেন এটি আপনার প্রিয় তা উল্লেখ করুন।

  • কমপক্ষে পাঁচটি ছবি শেয়ার করুন।

  • পোস্টটি কমপক্ষে দুইশত ওয়ার্ডের হতে হবে।

  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে করতে হবে।

  • ট্যাগ হিসেবে ব্যবহার করুন #streetfoodreview #amarbanglablog-contest

  • আপনার তৈরি করা পোস্টের লিংক এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন ।

  • Plagiarism নিষিদ্ধ , Plagiarism পাওয়া গেলে অংশগ্রহন বাতিল করা হবে।

  • এই প্রতিযোগিতা চলবে ৯ দিন। আপনি ৯ দিনের মধ্যে যে কোন সময় আপনার এন্ট্রি জমা দিতে পারেন। (১৩ আগস্ট থেকে - ২২ আগস্ট পর্যন্ত )

  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটির subscriber হতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।

পুরস্কারে যা থাকছেঃ

অবস্থানপুরস্কারঅতিরিক্ত
১২ স্টিম১০ Tachyon
১০ স্টিম৮ Tachyon
৮ স্টিম৬ Tachyon
৬ স্টিম৪ Tachyon
৪ স্টিম২ Tachyon

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলী দায়িত্বে থাকবেন



প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ২৬ আগস্ট, ২০২১ ইং রোজ বৃস্পতিবার। ইন্ডিয়ান সময় রাত ৯ টায়, বাংলাদেশ সময় রাত ৯ঃ৩০ মিনিটে। আমাদের কমিউনিটির DISCORD CHANNEL এর voice Hangout এর মাধ্যমে।


JOIN WITH US ON DISCORD SERVER

Support @amarbanglablog by delegating STEEM POWER.
100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover_copy.png

Follow @amarbanglablog for last updates

H2
H3
H4
3 columns
2 columns
1 column
70 Comments