দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ২০ (বিশেষ এপিসোড: রবীন্দ্রনাথ ঠাকুর)



Copyright Free Image Source: PixaBay

কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।


গত এপিসোডের (এপিসোড নাম্বার ১৯) কুইজের পুরস্কার আজ রাতেই প্রদান করা হবে । তাই আজকে নিউ আরেকটা কুইজ এপিসোড নিয়ে হাজির হলাম । আজকের কুইজের পুরস্কার নতুন কুইজ এপিসোড পাবলিশ হওয়ার রাত্রে দেওয়া হবে ।


নিয়মাবলী :

১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে । তবে সেখান থেকে হুবহু কপি করা যাবে না ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট

পুরস্কার :

১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $০৫ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে


কুইজ : (বিবিধ)



কিছু বিশেষ কথা :
আজ "রবীন্দ্র জয়ন্তী" । এশিয়ার সর্ব শ্রেষ্ঠ কবি, গীতিকার, সুরকার, ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং চিত্রশিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন আজ । ২৫ শে বৈশাখের এই পুণ্যতিথিতে তাই থাকলো রবি ঠাকুরকে নিয়ে এক গুচ্ছ কুইজ । এটাই আমার এবছরের ২৫ শে বৈশাখের কবি প্রণাম


০১. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সর্বপ্রথম ছোট গল্প কোনটি ?

০২. রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত গান "ভেঙে মোর ঘরের চাবি, নিয়ে যাবি কে আমারে ?......." এই গানে অনেকেই পরবর্তীতে ভুল বের করেছিলেন । এমনকি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা "প্রথম আলো" উপন্যাসেও এই ভুলটির কথা বলা হয়েছে । কিন্তু, পরবর্তীকালে গবেষণায় দেখা গিয়েছে যে এটা কোনও ভুল নয় । ভুল টি কি ? কিভাবে প্রমাণিত হলো যে এটি রবি ঠাকুরের ভুল ছিল না কোনো ।

০৩ রবি প্রতিভার প্রথম সার্থক উন্মেষ ঘটে শিলাইদহে । এখানেই এক দরিদ্র ডাক হরকরার মুখে গান শুনে মুগ্ধ হন রবীন্দ্রনাথ । পরবর্তীতে তিনি তাঁর কিছু কিছু সংগীতে এই ডাক হরকরার করা কিছু সুর আরোপ করেছিলেন । এমনই একটি দেশাত্মবোধক সংগীত এখন একটি দেশের জাতীয় সংগীত । এই ডাক হরকরার নাম কি ছিল ?

০৪. বিবিসি বাংলার করা জরিপে "সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি"র তালিকায় রবীন্দ্রনাথের অবস্থান কততম ?

০৫. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর অল্পকিছু পূর্বে তিনি নিজের লেখা একটি কবিতা শুনতে চেয়েছিলেন ভ্রাতুষ্পুত্রীর মুখে । এটিই তার শোনা সর্বশেষ কোনো আবৃত্তি । কবিতাটির নাম কি ?

০৬. রবীন্দ্রনাথ ঠাকুর তখন উত্তরায়ণে (শান্তিনিকেতন এর একটি বাসগৃহ, রবিঠাকুর থাকতেন এখানে )। এখানেই ছোট্ট সত্যজিৎ রায়ের খুদে খাতায় অটোগ্রাফ নিতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুর অটোগ্রাফের পাশাপাশি একটি ছোট্ট কবিতাও লিখে দিয়েছিলেন । সেই কবিতার কোনো শিরোনাম ছিল না । পরবর্তীতে কবিতাটি রবি ঠাকুরের "কণিকা" কাব্যগ্রন্থে সংকলিত করা হয় । কবিতার প্রথম দুই লাইন কি ?

০৭. রবি ঠাকুর খুব কম বয়সেই সাহিত্যচর্চা শুরু করেন । খুব কম বয়সে তিনি ছদ্মনামে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেন । ছদ্মনামটি কি ছিল ? কাব্যগ্রন্থের নাম ই বা কি ?

০৮. শিশুদের জন্য রবি ঠাকুর প্রণীত "সহজ পাঠের" সাদা কালো ছবিগুলি কোন বিখ্যাত শিল্পাচার্য এঁকেছিলেন ?

০৯. "গীতাঞ্জলি" কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছিলেন । এই "গীতাঞ্জলি" শব্দটি দিয়ে তিনি কি বুঝিয়েছেন ?

১০. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পে ঠাকুরদা তাঁর নিজের নাতিকে মাটি চাপা দিয়ে যখ করে রেখেছিলেন ? পরে নাতির শোকে পাগল হয়ে যান ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)


তারিখ : ০৯ মে ২০২৩

টাস্ক ২৬০ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১২ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : c69c68fc3d2f077adbb7fe37bce3c6f8e0d93cefb0353ab6a9e89f5f9fce2081

টাস্ক ২৬০ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png












H2
H3
H4
3 columns
2 columns
1 column
18 Comments