দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ১৯ (বিশেষ এপিসোড)



Copyright Free Image Source: PixaBay

কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।


গত এপিসোডের (এপিসোড নাম্বার ১৮) কুইজের পুরস্কার আজ রাতেই প্রদান করা হবে । তাই আজকে নিউ আরেকটা কুইজ এপিসোড নিয়ে হাজির হলাম । আজকের কুইজের পুরস্কার নতুন কুইজ এপিসোড পাবলিশ হওয়ার রাত্রে দেওয়া হবে ।


নিয়মাবলী :

১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে । তবে সেখান থেকে হুবহু কপি করা যাবে না ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট

পুরস্কার :

১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর আপভোট $৩০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর আপভোট $২০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $০৫ এর আপভোট $১০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে


কুইজ : (বিবিধ)



কিছু বিশেষ কথা :
আট মাস আগে সেপ্টেম্বরের ১০ তারিখ থেকে শুরু হয়েছে এই কুইজ পর্ব । সবাই দেখছি বেশ এনজয় করছেন এই কুইজ পর্বগুলি । এই আট মাসে সর্বমোট আঠারোটি পর্ব প্রকাশিত হয়েছে । আজকের এই বিশেষ পর্বটি বিগত আঠারোটি পর্ব থেকেই কুইজ নিয়ে করা হয়েছে । বেশ মজার, তাই না ? তাই এই বিশেষ পর্বে কুইজের সংখ্যা সর্বমোট ১৮টি । পুরস্কারও তাই এই পর্বে বেশি রাখা হচ্ছে । প্রথম পুরস্কার $৩০ এর আপভোট, দ্বিতীয় পুরস্কার $২০ এর আপভোট এবং তৃতীয় ও সর্বশেষ পুরস্কার $১০ এর আপভোট । গত বেশ কিছু পর্বের পুরস্কার বাকি রয়ে গিয়েছে । আগামীকাল থেকে যেসকল পর্বের পুরস্কার বাকি রয়ে গিয়েছে সেগুলো ধাপে ধাপে দেওয়া শুরু করবো ।


০১. মহেঞ্জোদারো এবং হরপ্পান সভ্যতার বেশ কিছু পোড়া মাটির ফলকে এমন একটা অদ্ভুত প্রাণীর ছবি খোদাই করা আছে যেটি নিয়ে যুগ যুগ ধরে মানুষের কৌতূহলের কোনো সীমা নেই । প্রচুর রূপকথা, উপকথাতে এই রহস্যময় প্রাণীর উল্লেখ আছে । অবশ্য প্রাণিবিজ্ঞানীদের মতে প্রাণীটি সম্পূর্ণ একটা কাল্পনিক প্রাণী । কি সেই প্রাণী ?

০২. জলাতঙ্কের টীকার আবিষ্কর্তা সর্বপ্রথম এক জন অল্প বয়সী বালকের উপরে প্রয়োগ করেন বালকটির বাবার প্রচুর অনুরোধের পর । কারণ, তাঁর নিজের মনেই সন্দেহ ছিল যে এই টীকা মানব দেহে কার্যকর হওয়া নিয়ে । কিন্তু, অবাক ব্যাপার যে বালকটির প্রাণের আশা সবাই ছেড়ে দিয়েছিলো সে সুস্থ হয়ে ওঠে এই জলাতঙ্কের ইনজেকশনের ফলে । প্রশ্ন হলো আবিষ্কর্তার নাম কি এবং কোন প্রাণীর কামড়ানোর ফলে সৃষ্ট জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন তিনি ?

০৩ কোন প্রাণীর এমন এক আশ্চর্য ক্ষমতা আছে যেটা থেকে মানুষ প্রভাবিত হয়ে সেই প্রাণীর জিনের অবিকল প্রতিলিপি তৈরী করে অঙ্গহীন মানুষদের নতুন অঙ্গ তৈরির প্রচেষ্টা করছে যেটা অনেকাংশেই সফল হয়েছে । এই প্রাণীর শরীরের যে কোনো অঙ্গ কেটে ফেললে সেখানে নতুন করে অবিশ্বাস্য গতিতে কোষ বিভাজন ঘটিয়ে নতুন অঙ্গ তৈরী করে নেয় । মাথা, চোখ, ফুসফুস এমনকি হার্টের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ নতুন করে গজিয়ে ফেলার ক্ষমতা ছোট্ট এই প্রাণীটির আছে ।

০৪. পক্ষীরাজ, ইউনিকর্ন, ফিনিক্স, গ্রীফিন, ইয়েতি, চুপাকাবরা প্রভৃতি কল্পলোকের প্রাণীদের সম্পর্কে গবেষণা করার একটা শাখা রয়েছে । কী নাম এই বিদ্যার ?

০৫. মহা শ্মশান । দাউ দাউ করে জ্বলছে চিতা কাষ্ঠ । সেই চিতার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এক মহাপুরুষের নশ্বর দেহ । আর চিতার প্রজ্জ্বলিত কাঁপা কাঁপা সেই অতি স্বল্প আগুনের আলোকে আর এক মহান পুরুষ কাঁপা কাঁপা হাতে লিখে চলেছেন এক শ্রদ্ধাঞ্জলি "রবিহারা" । চোখে জল, এলো হাওয়ায় উড়ছে অবিন্যস্ত কেশরাশি ।

"দুপুরের রবি পড়িয়াছে ঢলে, অস্ত-পথের কোলে,
শ্রাবনের মেঘ ছুটে এল দলে দলে
উদাস গগন-তলে ।
বিশ্বের রবি, ভারতের কবি,
শ্যাম বাংলার হৃদয়ের ছবি
তুমি চলে যাবে বলে।"

কার মৃত্যুতে কে লিখছেন ?

০৬. টিনটিনের কমিক্সে টিনটিনের সার্বক্ষণিক সঙ্গী যে সাদা ধবধবে তুলোর মতো কুকুরটিকে দেখা যায় সেটি কোন প্রজাতির কুকুর ?

০৭. আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী আলোর গতির কাছাকাছি বেগ সম্পন্ন কোনো বস্তু থেকে নির্গত আলোর বেগ কত হবে ? ধরুন, আলোর গতির কাছাকাছি বেগ সম্পন্ন কোনো বস্তুর গতিবেগ ক এবং আলোর গতিবেগ খ । এখানে খ > ক । তাহলে খ এর প্রকৃত বেগ কত হবে ? খ = ক + খ নাকি খ = খ ?

০৮. সত্যজিৎ রায়ের সৃষ্ট চরিত্র প্রোফেসর ত্রিলোকেশ্বর শংকুর দুটি বিখ্যাত আবিষ্কার "এনাইহিলিন গান ও মিরাকিউরল বড়ি" । এই আবিষ্কার দু'টির প্রধান বৈশিষ্ট্য কি কি ?

০৯. প্রাচীন আরবে কেমিস্ট্রি চর্চার উদ্ভব হয় শুধুমাত্র কৃত্রিম ভাবে একটি ধাতু তৈরীর জন্য । অসংখ্য গবেষণা হয়েছে এটা নিয়ে । বলতে হবে বিদ্যাটার নাম কি এবং ধাতুটার নাম কি ।

১০. বিটকয়েন ব্লকচেইন এর সব চাইতে বড় সীমাবদ্ধতাটি কি ? যেটার একটা সাময়িক সমাধান করা গেলেও এখনো অব্দি তেমন কোনো সুদূরপ্রসারী সমাধান বের করা যায়নি ।

১১. UFO (Unidentified Flying Object) বা উড়ন্ত চাকি পৃথিবীর কোন দেশের আকাশে সব চাইতে বেশি দেখা গিয়েছে বলে রটনা আছে ?

১২. এ পৃথিবীতে কোন শ্রেণীর প্রাণীরাই একমাত্র তাদের দেহের ওজনের ৩০০ গুণ অব্দি বেশি ওজনের ভার বহন করতে সক্ষম ?

১৩. পৃথিবীতে একমাত্র একটি বই আছে যার পাঠোদ্ধার আজ পর্যন্ত সম্ভবপর হয়নি । এই বইটি যথেষ্ঠ বড় এবং পাতায় পাতায় অসংখ্য ছবি সহ প্রচুর লেখা আছে সম্পূর্ণ অজানা ভাষায় যার একটি মাত্র শব্দও আজ অব্দি কেউ পড়তে পারেনি । ধারণা করা হয়ে থাকে এটা এলিয়েনদের বই । বইটির নাম কি ?

১৪. হেনরি রাইডার হ্যাগার্ডের "অ্যালান কোয়াটারমেইন" সিরিজের সর্বাধিক আলোচিত উপন্যাস কোনটি ?

১৫. টিনটিন কমিক্সে কোন গল্পে টিনটিনের সাথে সর্বপ্রথম ক্যাপ্টেন হ্যাডকের পরিচয় হয় ?

১৬. ইন্দোনেশিয়ার বিখ্যাত কোমোডো ড্রাগন যেমন হিংস্র ঠিক তেমনই বিপজ্জনক একটি প্রাণী । তাদের দাঁতে বিষ না থাকলেও এতো বেশি পরিমাণে ব্যাকটেরিয়া থাকে যে কামড়ানোর জায়গা সঙ্গে সঙ্গে বিষিয়ে যায় এবং প্রাণীটি অসাড় হয়ে পড়ে । হরিণ, ছাগল আর মহিষ হলো এদের খাদ্যতালিকাভুক্ত । অতি সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে যে একটা কোমোডো ড্রাগন আস্ত একটা হরিণকে জাস্ট ১০-১২ সেকেন্ডে গিলে ফেলছে । ভয়ানক হিংস্র এই কোমোডো ড্রাগন আসলে কি প্রাণী ?

১৭. প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা সিরিজের একটি অনবদ্য গল্প "ধুলো" । এটি একটি বিজ্ঞানআশ্রিত কল্পকাহিনী । এই গল্পের প্রধান বিষয়বস্তু হলো - ধুলোর গোলা ছুঁড়ে ঘনাদা লরা নামের এক ডাইনীকে পর্যুদস্ত করেছিলেন । এই লরা আসলে কি ছিল ?

১৮. সুন্দরবনের বাঘের সাহস, বীরত্ব ও সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে তাকে "রয়্যাল বেঙ্গল টাইগার" নামে প্রথম অভিহিত করেন কে ?


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)


তারিখ : ০৪ মে ২০২৩

টাস্ক ২৫৫ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : fcd6085ca1eb9bcb4d1124b947ba185b06691f80264808b14ee4589056da14ad

টাস্ক ২৫৫ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png












H2
H3
H4
3 columns
2 columns
1 column
15 Comments