দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ১৮ (বিবিধ)



Copyright Free Image Source: PixaBay

কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।


গত এপিসোডের (এপিসোড নাম্বার ১৭) কুইজের পুরস্কার আজ রাতেই প্রদান করা হবে । তাই আজকে নিউ আরেকটা কুইজ এপিসোড নিয়ে হাজির হলাম । আজকের কুইজের পুরস্কার নতুন কুইজ এপিসোড পাবলিশ হওয়ার রাত্রে দেওয়া হবে ।


নিয়মাবলী :

১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে । তবে সেখান থেকে হুবহু কপি করা যাবে না ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট

পুরস্কার :

১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে


কুইজ : (বিবিধ)


০১. "বেতাল পঞ্চবিংশতি" সর্বপ্রথম সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন কে ?

০২. সুবিখ্যাত কল্পবিজ্ঞান লেখন জুল ভের্ন এর লেখার এক জনপ্রিয় কেন্দ্রীয় চরিত্র ক্যাপ্টেন নিমো । নটিলাস সাবমেরিন নিয়ে যিনি সারা দুনিয়াদারি টহল দিয়ে বেড়ান সমুদ্রের তলদেশ দিয়ে । জুল ভের্ন এর কোন বইয়ে ক্যাপ্টেন নিমো সর্বপ্রথম আত্মপ্রকাশ করেন ?

০৩. বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ছোটবেলায় বালিগঞ্জ গভর্ণমেন্ট হাই স্কুলে পড়ার সময়ে বাংলাদেশের এক খ্যাতিমান কবি তাঁর ক্লাস টীচার ছিলেন । কে তিনি ?

০৪. হার্জের জগৎবিখ্যাত কার্টুন চরিত্র দুঃসাহসী টিনটিনের অদ্ভুত সব এডভেঞ্চার সারা বিশ্বকে মাতিয়ে রেখেছে সেই ১৯২৯ সাল থেকে, অর্থাৎ প্রায় ১০০ বছর ধরে । এই টিনটিন চরিত্রটি কিন্তু বাস্তব একজন দুঃসাহসী ওয়ার্ল্ড ট্রাভেলার এর চরিত্রের উপর ভিত্তি করে তৈরী করা হয় । কে সেই ব্যক্তি ?

০৫. স্যার রুডিয়ার্ড কিপলিং, ভারতে জন্মগ্রহণকারী এই সুবিখ্যাত সাহিত্যিকের এক অনবদ্য সৃষ্টি "মোগলি" । তাঁর অমর বই "দ্য জাঙ্গল বুক" এর প্রধান চরিত্র মোগলি । এই নেকড়ে বালক মোগলি কিন্তু পুরোপুরি কাল্পনিক চরিত্র নয় । সত্যিকারের এক নেকড়ে বালকের ঘটনায় অনুপ্রাণিত হয়ে কিপলিং সৃষ্টি করেন তাঁর জগৎবিখ্যাত চরিত্র "মোগলি" । কে সেই সত্যিকারের নেকড়ে বালক, কি নাম তার ?

০৬. সুন্দরবনের বাঘের সাহস, বীরত্ব ও সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে তাকে "রয়্যাল বেঙ্গল টাইগার" নামে প্রথম অভিহিত করেন কে ?

০৭. ভারতে চিতা পূর্নর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোট কত'টি চিতা আফ্রিকা থেকে এনে ভারতের জঙ্গলে অবমুক্ত করেছেন ? আরো কত'টি আনার পরিকল্পনা রয়েছে ?

০৮. এরিয়া ৫১ (Area 51) পৃথিবীর অন্যতম গোপনীয় একটি স্থান যেখানে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ । কি এই "এরিয়া ৫১" ?

০৯. এক প্রজাতির পাখি ব্যাপকভাবে নিধনের ফলে পৃথিবীতে নেমে এসেছিলো এক ভয়াবহ দুর্ভিক্ষ । এই দুর্ভিক্ষের ফলে মিলিয়ন মিলিয়ন মানুষের মৃত্যু ঘটে ? কোন দেশের ঘটনা ? কোন পাখি নিধনের ফল ছিল এটি ?

১০. টিনটিনের সাথে প্রোফেসর ক্যালকুলাস এর সাক্ষাৎ ঘটে সর্বপ্রথম কোন এডভেঞ্চার কমিক্সে ?


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)


তারিখ : ২৯ এপ্রিল ২০২৩

টাস্ক ২৫০ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : edd56a4ba74e7e87cb56b97d45d2f269c4a16b4b7904d6b714a3357b38f0fadb

টাস্ক ২৫০ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png












H2
H3
H4
3 columns
2 columns
1 column
18 Comments