দশটি মজার কুইজ :এপিসোড ২১ (বিশেষ এপিসোড: আমার বাংলা ব্লগ বর্ষপূর্তি)



Copyright Free Image Source: PixaBay


কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।


গত এপিসোডের (এপিসোড নাম্বার ২০) কুইজের পুরস্কার আজ রাতেই প্রদান করা হবে । তাই আজকে নিউ আরেকটা কুইজ এপিসোড নিয়ে হাজির হলাম । আজকের কুইজের পুরস্কার নতুন কুইজ এপিসোড পাবলিশ হওয়ার রাত্রে দেওয়া হবে ।


নিয়মাবলী :

১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে । তবে সেখান থেকে হুবহু কপি করা যাবে না ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট

পুরস্কার :

১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $০৫ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে


কুইজ : (বিবিধ)



কিছু বিশেষ কথা :
আর মাত্র কিছুদিন । ব্যাস, তারপরেই আমাদের সবার প্রিয় "আমার বাংলা ব্লগ" দু'বছরে পদার্পণ করবে । এটি একটি অত্যন্ত খুশির দিন হবে আমাদের সবার জন্য তাতে কোনো সন্দেহের অবকাশ নেই । এই উপলক্ষে বহু কার্যাবলী গ্রহণ করা হয়েছে । বিভিন্ন ধরণের কনটেস্ট এবং মনোজ্ঞ ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে অলরেডি ।

আমি ইতিমধ্যে "আমার বাংলা ব্লগ" এর একটি নিউ লোগো ক্রিয়েশনের একটি কন্টেস্টের ঘোষণা দিয়েছি । আজ থাকছে কুইজ । স্পেশাল কুইজ "আমার বাংলা ব্লগ" সম্পর্কে, মজাদারও বটে । কুইজগুলো খুব একটা কঠিন রাখা হয়নি । আপনারা অনায়েসেই সবগুলোর সঠিক উত্তর প্রদান করতে পারবেন বলেই আমাদের আশা । তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ।


০১. "আমার বাংলা ব্লগ"-এ প্রথম পোস্টটি ১১ ই জুন করা হয়েছিল । প্রশ্ন হলো কখন করা হয়েছিল ? এক্সাক্ট টাইমটা কত ?

০২. "আমার বাংলা ব্লগ" এর ডিস্কর্ড সার্ভার কত তারিখে ওপেন করা হয়েছিল ?

০৩ শুরুতে সর্বমোট কতজন অ্যাডমিন এবং মডারেটর নিয়ে "আমার বাংলা ব্লগ" তার কার্যক্রম শুরু করে ? তাঁদের স্টিমিট আইডিগুলো কি কি ?

০৪. "আমার বাংলা ব্লগ" এ সর্বপ্রথম কমেন্টটি কে করেন ? তাঁর স্টিমিট ইউজার আইডি উল্লেখ করুন ।

০৫. "আমার বাংলা ব্লগ"-এর ডিস্কর্ড সার্ভারে সর্বপ্রথম কাকে টিপস প্রদান করা হয়েছিল ? স্টিমিট ইউজার আইডি উল্লেখ করুন ।

০৬. "আমার বাংলা ব্লগ"-এ সর্বপ্রথম আয়োজিত কন্টেস্টটির নাম কি ?

০৭. "আমার বাংলা ব্লগ"-এ সর্বপ্রথম রেসিপি পোস্টটি কে করেছিলেন ? তাঁর স্টিমিট আইডি বলুন । কি রেসিপি ছিল সেটি ?

০৮. "আমার বাংলা ব্লগ"-এ আয়োজিত এ যাবৎ সর্বশ্রেষ্ঠ কনটেস্ট কোনটিকে বলা হয় ?

০৯. "আমার বাংলা ব্লগ"-এ প্রকাশিত সর্বপ্রথম গল্পটির নাম কি ?

১০. "আমার বাংলা ব্লগ" আয়োজিত প্রথম হ্যাংআউটটি কত তারিখে হোস্ট করা হয়েছিল ? এই হ্যাংআউট এর উদ্যোক্তা কে ছিলেন ?


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)


তারিখ : ১৫ মে ২০২৩

টাস্ক ২৬৬ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : ee04dbee2cf02f7d9cdc4357cf681e9a60396ac6bf02204f60632972efad2534

টাস্ক ২৬৬ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png












H2
H3
H4
3 columns
2 columns
1 column
25 Comments