২০২১ সালের জুন মাসের ১১ তারিখ । এই দিনেই সর্বপ্রথম "আমার বাংলা ব্লগের" পথযাত্রা শুরু হয় । ১১ জুনের রাত ১০ টা ০৯ মিনিটে আমি প্রথম পোস্ট করি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে । পোস্টের শিরোনাম ছিলো - আমার বাংলা ব্লগের যাত্রা শুরু...... । পোস্টটি পড়তে পারবেন এখানে ক্লিক করে ।
এই পোস্টটি ছিল "আমার বাংলা ব্লগের" একটা পরিচিতিমূলক পোস্ট এবং কিছু বেসিক নিয়ম কানুন জানানোর উদ্দেশ্যে পোস্টটি করা হয়েছিল । এই পোস্টে ব্যবহৃত লোগোটিই হলো "আমার বাংলা ব্লগের" অফিশিয়াল লোগো । এর পরে অবশ্য আরো একটি লোগো তৈরী করা হয়েছিল । এই দ্বিতীয় লোগোটি তৈরী করেন আমাদের Beauty of Creativity এর মডারেটর @bountyking5 ।
এই হলো "আমার বাংলা ব্লগের" দ্বিতীয় লোগো
দুটি লোগোই এই মুহূর্তে ব্যবহৃত হচ্ছে । আগামী মাসের ১১ তারিখ আমাদের কমিউনিটির দ্বিতীয় বর্ষ পূর্ণ হতে যাচ্ছে । তাই দ্বিতীয় বছরে পদার্পণে আমি চাচ্ছি সম্পূর্ণ নতুন একটি লোগো । আমরা বর্ষপূর্তিতে এই লোগোর শুভ উদ্বোধন করতে চাই । এই উদ্দেশ্যে তাই আমি একটি লোগো কন্টেস্টের আয়োজন করেছি । আশা করছি আমার বাংলা ব্লগের সকল সম্মানিত ব্লগারগণ এই কন্টেস্টে অংশগ্রহণ করে আমাদেরকে বিশেষভাবে বাধিত করবেন । সেরা লোগোটিকে আমার বাংলা ব্লগের নিউ অফিসিয়াল লোগো হিসেবে গ্রহণ করা হবে এবং বিজয়ীকে পুরস্কৃত করা হবে ।
কন্টেস্টের বিষয় : "আমার বাংলা ব্লগ" কমিউনিটির জন্য অফিসিয়াল লোগো তৈরী ।
লোগোটি কমিউনিটির উদ্দেশ্য এবং কার্যকলাপকে বেস করে ক্রিয়েট করতে হবে ।
এই প্রতিযোগিতায় শুধুমাত্র "আমার বাংলা ব্লগের" সদস্যরা অংশগ্রহণ করতে পারবেন ।
ফাইনাল আউটপুট হবে png ফরম্যাট এ এবং ব্যাকগ্রাউন্ড হবে fully transparent ।
রেসল্যুশন মিনিমাম ১০২৪X৭৬৮ হতে হবে ।
#লোগোটি সম্পূর্ণ নিজের তৈরী হতে হবে ।
#লোগো তৈরিতে যদি আপনি কোনো গ্রাফিক্স কনটেন্ট use করে থাকেন তবে সেগুলি কপিরাইট ফ্রি ও রয়্যালটি ফ্রি হতে হবে ।
#বিজয়ী লোগোটি যেহেতু আমাদের কমিউনিটির অফিসিয়াল লোগো হবে তাই আপনাদের সম্পূর্ণ স্বত্ব ত্যাগ করে লোগোটি আমাদেরকে ব্যবহার করতে দিতে হবে ।
#কন্টেস্টের সময়সীমা : ৩ সপ্তাহ । লাস্ট ডেট : ০৬ জুন ২০২৩ ।
#কনটেস্ট উইনার কে পুরস্কৃত করা হবে ।
#পুরস্কার : প্রতিদিন $২০ এর আপভোট মোট ৩০ দিন ধরে (১১ জুন ২০২৩ থেকে ১০ জুলাই ২০২৩ পর্যন্ত) সর্বমোট $৬০০ এর আপভোট#
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)
তারিখ : ১৪ মে ২০২৩
টাস্ক ২৬৫ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 1db1f8c221b7cd19a51297240e701a94d1e035129287c4e43979fe8ea4509023
টাস্ক ২৬৫ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR