All about reputation:- রেপুটেশন নিয়ে সমুদায় ধারণা।

20230503_185117_0000.png

প্রিয় বন্ধুরা,
প্রতিবারের ন্যায় আজকেও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, শিক্ষণীয় এবং পাশাপশি একটু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে।

প্রতি বুধবার আমাদের টিউটোরিয়াল ক্লাসে চেষ্টা করা হয় অজ্ঞাত অথচ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানের, অনেকের অনুপস্থিতির কারণে এই লেখার সিদ্ধান্ত, যেটি আগেই উল্লেখিত।

এর আগের দুটি পর্বে আমাদের আলোচিত বিষয়ের লিংক দিয়ে দেওয়া হলো, যাতে এখনও পর্যন্ত যারা সময় করে উঠতে পারেনি লেখাগুলো পড়বার তারা সহজেই পোস্টগুলো খুঁজে পেয়ে যান।

১.প্রথম পর্ব

২.দ্বিতীয় পর্ব


আজকের এই তৃতীয় পর্বে, আলোচ্য বিষয় রেপুটেশন:-

১.রেপুটেশন কি?

IMG_20230503_232500.jpg
(ছবিটিতে উল্লেখিত তীর চিহ্নটি লক্ষ্য করুন)

আমরা যারা এই প্যাটফর্মে কাজ করি, তাদের সকলের ইউজার নামের পাশে প্রথম বন্ধনীতে(৭৩)একটি সংখ্যা চোখে পড়ে, তাকে রেপুটেশন বলে।

এই রেপুটেশন দ্বারা স্টিমীট পরিমাপ করে একজন ইউজার এই প্ল্যাটফর্মে বা কমিউনিটিতে কতখানি মূল্য বহন করছে। এছাড়াও রেপুটেশন এর প্রভাব পড়ে অ্যাবিউজ পরিমাপের ক্ষেত্রে।

উচ্চ রেপুটেশন মানে তার অ্যাবিউজ হবার সম্ভবনা কম(ব্যতিক্রম অবশ্যই আছে)।


২.রেপুটেশন কি ভাবে বৃদ্ধি ও হ্রাস পায়?

বৃদ্ধি:-

যখন কোনো ইউজার প্রতিদিন তার লেখায় সমর্থন পায়।
প্রতিদিনের একটিভিটি (অন্যের পোস্টে মন্তব্য, সমর্থন ইত্যাদি)।

হ্রাস:-

কোনো ইউজার যদি তার লেখায় বড়ো কোনো ক্ষমতাবান ইউজারের থেকে তার লেখায় ডাউন ভোট পায়, তাহলে তার অর্জিত রেপুটেশন এক মুহূর্তেই নিচে নেমে যায়।(তবে ক্ষমতাহীন ইউজার থেকে পাওয়া ডাউন ভোট রেপুটেশন হ্রাস করতে অক্ষম)।

এছাড়াও ডাউন ভোট পেলে ইউজারের পোস্ট তালিকার নিচে নেমে যায় ফলে সেটা সমর্থনের আওতার বাইরে চলে যায়।


৩.রেপুটেশন কিভাবে নির্ধারিত হয়?

এটি একটি অঙ্কের সাহায্যে সম্পাদিত হয়। যখন একজন ইউজার প্রথম একাউন্ট সদ্য চালু করেন, তখন তার রেপুটেশন শুরু হয় (২৫) দিয়ে।

এরপর ক্রমাগত লেখা, সমর্থন এবং ইউজারের প্রতিদিনের একটিভিটি অনুযায়ী log-১০ এই অ্যালগরিদম দ্বারা সেই একাউন্টের রেপুটেশন ঊর্ধ্বমুখী হতে থাকে গুণিতক ১০ দ্বারা অঙ্ক কষে।


৪.রেপুটেশন কিভাবে বৃদ্ধি সম্ভব?

প্রতিদিনের পোস্ট, অন্যের পোস্টে কমেন্ট, এবং নিজের পাওয়ার বৃদ্ধি রেপুটেশন ঊর্ধ্বমুখী করতে সবচাইতে সহায়ক।

সমর্থন নিয়মিত পেতে এমন লেখার প্রতি মনোনিবেশ প্রয়োজন যেটি প্ল্যাটফর্মে একটি আলাদা ছাপ ফেলতে সমর্থ। ইউজারের লেখা দৃষ্টি আকর্ষণ এবং পাশাপশি বার্তাবহ হলে সমর্থনের সুযোগ বেড়ে যায়।


৫.কোন্ কোন্ বিষয় একজন ইউজারের রেপুটেশন ধ্বংসের কারণ হতে পারে?

ডাউন ভোট:-

পূর্বেই উল্লেখ করেছি, এমন কোনো একাউন্ট থেকে যদি ডাউন ভোট আসে যার ক্ষমতা সেই ইউজারের চাইতে অধিক এবং যথেষ্ট পাওয়ার সম্পন্ন একাউন্ট, সেক্ষেত্রে এক মুহুর্তে রেপুটেশন নিম্নমুখী হয়ে যায়।

তবে নিজের চাইতে কম ক্ষমতাসম্পন্ন ইউজার থেকে ডাউন ভোট পেলে, রেপুটেশন হারাবার ভয় থাকে না।

যদি সমর্থনের অধিক ডাউনভোট আসে, সেটা পোস্ট বা কমেন্ট যেকোনো ক্ষেত্রেই হোক না কেনো, তাহলেও রেপুটেশন হারাবার সম্ভবনা আছে।

তবে সেক্ষেত্রে অঙ্কের মাধম্যে দেখা হয়, অর্জিত আপভোটের সাথে ডাউনভোটের তুলনা করে। যদি দেখা যায় অর্জিত আপ ভোট, ডাউন ভোটের চাইতে বেশি তাহলে রেপুটেশন এ তার প্রভাব পড়ে না, কিন্তু বিপরীত ক্ষেত্রে অবশ্যই এর প্রভাব পড়ে।


৬.রেপুটেশন বৃদ্ধির প্রয়োজনীয়তা কি এবং কেনই বা রেপুটেশনকে গুরুত্ব দেওয়া হয়?

IMG_20230503_235724.jpg

রেপুটেশন দ্বারা নির্ধারিত করা হয় একজন ইউজার এই প্ল্যাটফর্ম তথা কমিউনিটিতে কতখানি ভূমিকা পালন করছে।

উদাহরণ:-

এখন ব্যাক্তি বাড়ি তৈরির সময় যেমন আশেপাশের লোকেশন বা পরিবেশ দেখেন, ঠিক তেমনি স্টিমিট কোনো ইউজারকে মূল্যায়ন করেন তার রেপুটেশন দ্বারা।

একটি ইউজারের গুরুত্ব এই প্ল্যাটফর্মে নির্ধারিত হয় তাদের রেপুটেশন দ্বারা, তবে তার মানে এটা আদেও নয়, যাদের রেপুটেশন কম তাদের গুরুত্ব নেই, তবে সেক্ষেত্রে সেই ইউজারের প্রতিদিনের কার্যকারিতা পর্যবেক্ষণ করা হয় সমর্থনের পূর্বে।

যেহেতু উচ্চ রেপুটেশন তৈরি করতে যথেষ্ট সময় প্রয়োজন তাই, একবার অর্জিত উচ্চ রেপুটেশন যুক্ত ব্যাক্তিদের নিরীক্ষণ করে পাওয়া গেছে প্ল্যাটফর্মে মানসম্মত(কোয়ালিটি পোস্ট) লেখা বেশিরভাগ ক্ষেত্রে তারাই দিয়ে থাকেন।

বিশেষ দ্রষ্টব্য:-

যদি কোনো ইউজারের রেপুটেশন শূন্যের নিচে না শূন্য হয়ে যায়, সেক্ষেত্রে স্টিমীট সেই ইউজার পোস্ট এবং কমেন্ট আড়াল (হাইড) করে দিয়ে থাকে।
ফলস্বরূপ, ফলোয়ার এবং সমর্থন পাওয়া কষ্টসাধ্য এবং প্রায় একপ্রকার অসম্ভব হয়ে পড়ে।

পরিশেষে তাই বলতে চাই, যদি নিজেকে সুদূরপ্রসারী পরিকল্পনা দ্বারা এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে উল্লেখিত বিষয়গুলি পালনে স্ব-চেষ্ট
হবেন।

কারণ এখানে নিজের কর্মকাণ্ডের উপরে প্রতিটি ইউজারের ভবিষ্যত্ নির্ধারিত।

আশাকরি আজকের বিষয়গুলো আপনাদের সকলের কাছে রেপুটেশন এর বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে সহায়ক হবে।

এইধরনের শিক্ষামূলক পোস্ট পেতে চোখ রাখুন আমার লেখায়, সাথে চেষ্টা করুন টিউটোরিয়াল ক্লাসে উপস্থিত থাকার।

h1cixij7HAiSq1otNd (1).gif
H2
H3
H4
3 columns
2 columns
1 column
15 Comments